নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের জন্য সৃষ্ট সুখগুলো ধরে রাখতে লেখালেখি চালিয়ে যেতে চাই।

মীর সাজ্জাদ

নতুন কিছু করার আশায় থাকা মানুষগুলোই এক সময় সফল হয়।

মীর সাজ্জাদ › বিস্তারিত পোস্টঃ

কবিতা লেখার রোগ

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪০

কবিতা লিখবো বলে আমি
কলম ধরেছি,
অসংখ্য স্বপ্ন, বাসনা
সাথে নিয়েছি।

সাধনা ছাড়া জানি
পারবো না লিখতে,
তবুও যেনো সান্ত্বনা
দিতে পারি নিজেকে।

কবিতা লেখা নয় সহজ
ভেবেছি তা বসে,
লেখাটা আমার থাকে যেন
ভরা পরিপূর্ণ রসে।

শুনেছি বিরহ, বেদনা না থাকিলে
যায় নাতো লেখা,
আসলেই কথাটাতে রয়েছে
সঠিক পরিপূর্ণতা।

প্রতিটি মানুষেরই রয়েছে
বিরহ, বেদনা শোক,
সেরকম মনের হলেই ধরবে তাদের
কবিতা লেখার রোগ।

কবিতা লেখা কবি মনের
তৃপ্তি মেটায়,
কারো ভালো লাগলো কি লাগলো না
তাঁতে কি বা আসে যায়।

তাই বলে নিজেকে কখনো
বড় ভাবা উচিত নয়,
তাতে কবির কবিতার মান
নিজস্ব ভঙ্গিতে সমুন্নত রয়।

অবশেষে করে ফেললাম
ছোট্ট এ ছন্দ রচনা,
কেউ কিন্তু ভুলেও
কোরো না কোনো সমালোচনা।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫১

রাজীব নুর বলেছেন: কবিতা লিখে দেশ বা জাতির কি কল্যাণ হবে সেটা বলেন?

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪২

মীর সাজ্জাদ বলেছেন: নিজের মনের তৃপ্তি মেটানো, দেশ বা জাতির কল্যাণ অন্য আরেকটি বিষয়।

২| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০২

সাগর শরীফ বলেছেন: সুন্দর

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৩

মীর সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

৩| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:২৫

পদাতিক চৌধুরি বলেছেন: বেশতো ! এমন ছন্দ দিয়ে ভালই কবিতা লিখলেন । ' সান্ত্বনা ' বানানটা একটু ঠিক করে নিন।


শুভকামনা জানবেন।

৪| ১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:১৪

মীর সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ ভাই।

৫| ১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:২৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: নিজের মনের তৃপ্তি মেটানো, দেশ বা জাতির কল্যাণ অন্য আরেকটি বিষয়।

শুধু নিজের মনের তৃপ্তির কথা ভাবলে চলবে?

১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২৭

মীর সাজ্জাদ বলেছেন: দেশের ভালো করার সুযোগ পেলেই তাতে অংশ নেই, চেষ্টা করি ভালো কিছু করার। আর কবিতা আলাদা বিষয়, তাছাড়া আমি আমার রাতের অবসর সময়ে কবিতার তৃপ্তি মেটাই।

৬| ১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৫৩

নীল আকাশ বলেছেন: খুব একটা খারাপ হয়নি, অসুবিধা কি?

১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২৮

মীর সাজ্জাদ বলেছেন: সেটাইতো। অল্প একটু খারাপ হয়েছে, বেশি খারাপ তো হয়নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.