![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন কিছু করার আশায় থাকা মানুষগুলোই এক সময় সফল হয়।
শিশুকাল বরই মধুর
থাকিতাম মায়ের কোলে
হাসিতাম, কাঁদিতাম, খেলিতাম
থাকিতাম মায়ের আচলে।
গড়িয়া ভাঙ্গিতাম বালুঘর
পাইতাম অনেক সুখ,
ঘুড়িতাম, বেড়াতাম, নাচিতাম
হইতাম না বিমুখ।
খাইতাম অনেক মজার জিনিস
পড়িতাম অনেক পড়া,
শুনিতাম, বুঝিতাম, লিখিতাম
অনেক মজার মজার ছড়া।
ভাসিতাম নদীর স্রোতে
ধরিতাম নানা মাছ,
কাটিতাম, রাঁধিতাম, বাড়িতাম
করিতাম হাল চাষ।
চালাতাম কত খেলনা গাড়ি
হাটাতাম কত পুতুল,
বাছিতাম, সাজাতাম, মারিতাম
রহিতাম সকলের আদরে তুল তুল।
ছবিসূত্র: গুগল।
১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৩
মীর সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ। বানান গুলো ঠিক করে দিচ্ছি।
২| ১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৮
saif sakib বলেছেন: আহ! শিশুকাল। বেশ লিখেছেন।
তবে আমি শিশুকালের চেয়ে এখনই বেশ ভালো আছি।
১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৪
মীর সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ। তাহলে আপনার ভাগ্য অনেক ভালো।
৩| ১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৯
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: বাহ। সুন্দর কবিতা
১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৫
মীর সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন।
৪| ১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
কবিতা ও ছবি সুন্দরই লাগলো।
১৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৬
মীর সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ।
৫| ১৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৫
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
এটাকে কী বলে?
১৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:১০
মীর সাজ্জাদ বলেছেন: ছবিতে সবাই মাছ ধরতেছে।
৬| ১৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৭
তারেক_মাহমুদ বলেছেন: আহা শৈশব স্মৃতি বড়ই মধুর।
১৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:১১
মীর সাজ্জাদ বলেছেন: হ্যা ভাই। তাইতো তা কখনো ভোলা যায় না।
৭| ১৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৯
রাজীব নুর বলেছেন: আসলেই ভাইজান। শিশুকালটাই জীবনের সেরা সময়। কোনো চিন্তা ভাবনা নাই।
আর এখন বড় হয়ে পড়ছি বিরাট বিপদে।
১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৮
মীর সাজ্জাদ বলেছেন: ঠিক বলেছেন।
©somewhere in net ltd.
১|
১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৬
বিজন রয় বলেছেন: বাহ! অনবদ্য!
শৈশবের সব ফুল ফুটে উঠেছে যেন।
সুন্দর।
কিছু বানান ঠিক করে দিন।