নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের জন্য সৃষ্ট সুখগুলো ধরে রাখতে লেখালেখি চালিয়ে যেতে চাই।

মীর সাজ্জাদ

নতুন কিছু করার আশায় থাকা মানুষগুলোই এক সময় সফল হয়।

মীর সাজ্জাদ › বিস্তারিত পোস্টঃ

মোদের পৃথিবী মোদের পণ

২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫০



মানুষেরে আমি কি দিলাম ভবে এসে,
এখানে আমার আসাটাই হল মিছে।

সৃষ্টি যাহারে করিল সর্বশ্রেষ্ঠ,
দিনে দিনে তাহারা হইতেছে নিকৃষ্ট।

মানুষ এখানে মানুষ মারিয়া, জীবন ঝাঁপন করে,
পশুতে কোথায় বিভেদ, সকলে এক কাতারে।

মোরা আদম সন্তান, সকলেই ভাই ভাই,
একই বাসভূমি পৃথিবী মোদের, কার সাথে মিল নাই।

কেহ থাকে গৃহে, কেহ পথে পথে, কেহ খায় কেহ খায় না,
বেঁচে থাকিবার সকলেরই আশা, মরিয়া বাঁচিতে চায় না।

মানব মনের দানব খুদার, যোগান দিতেছে যাহারা,
তাহারাও মানুষ, পশু নয়, তাহারাই সর্বহারা।

জনম আমার কেন বৃথা যাবে, পারিবো না কেন রুখিতে!
দিবসে বসিয়া দিন গুনিব না, জাগিয়া থাকিব নিশিতে।

পূর্ব গগনে রবির কিরণে, পৃথিবী হইবে রাঙ্গা,
নতুন ভুবন গড়িতে মোরা, হইয়া উঠিব চাঙ্গা।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৬

আকতার আর হোসাইন বলেছেন: মানুষ সৃষ্টির সেরা জীব। আমরা এটা ভেবেই গর্ব বোধ করি, ভাবিনা যে, কাজের জন্য এই আমরাই হয়ে যায় নিকৃষ্ট জীব।

সুন্দর লিখেছেন...

২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:০০

মীর সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ। ঠিক বলেছেন। আমাদের স্বার্থই আমাদের ডুবিয়ে দেয়।

২| ২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৮

গাজী আতিকুর রহমান বলেছেন: প্রিয় মীর সাজ্জাদ , অসাধারন হয়েছে আপনার কবিতাটি।

"কেহ থাকে গৃহে, কেহ পথে পথে, কেহ খায় কেহ খায় না।"
আসলে, আমাদের দেশে অর্থনীতির কোন সামঞ্জস্যতা নেই। যাদের অঢেল আছে তারা নিজেরাও যানে না তাদের কত্ত পরিমান আছে। আর যাদের নেই, এমনোও আছে, শীত নিবারণের জন্য ফুটপাতে কুকুরের সাথে জরাজরি করে ঘুমায়।

আরো একটি সুন্দর কবিতা পড়ার জন্য নিচের লিঙ্ককে ক্লিক করুন।
কবিতা : মুক্তির গান

মন আজ অভীক ভাবুকের মত
গভীর মনে ভাবছে কত....

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৬

মীর সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ ভাইজান। অনাহারে থাকা পথ শিশুদের দেখলে মনটা ভীষণ খারাপ হয়ে যায়। যাদের অঢেল আছে তারা যদি এ ব্যাপারে কোন পদক্ষেপ নিত তাহলে কতটাই না ভালো হত। মুক্তির গান কবিতাটি পড়লাম ভালো লাগলো। ভালো থাকবেন সবসময় এই কামনা রইল।

৩| ২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: মানুষ ক্ষেত্রবিশেষে আর সর্বশ্রেষ্ঠ থাকছে না। মানুষের কিছু কিছু আচরণ এখন পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে গেছে।

কবিতা ভালো লিখেছেন।

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৬

মীর সাজ্জাদ বলেছেন: ঠিক বলেছেন ভাই। ধন্যবাদ।

৪| ২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২০

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৯

মীর সাজ্জাদ বলেছেন: নূর ভাই আপনার মন্তব্য পেয়ে আমার মন খুবই খুশি হয়ে যায়। ভালো থাকবেন।

৫| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
হইয়া উঠিব চাঙা ভাইরে হইয়্যা উঠিব চাঙা ;)

বাহ বাহ সেরম পদ্য।
আই ল্যাভু ভাই। ;)


২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩৬

মীর সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ ভাইজান। আই ল্যাভু টু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.