![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন কিছু করার আশায় থাকা মানুষগুলোই এক সময় সফল হয়।
হা হুতাশে মরিস না ঝিমোস না আর ঘরে,
দুনিয়াটার ক্ষেত্র বড় বিশাল ভুমি জুড়ে।
নির্ভর যদি করতেই হয় অন্যের ওপর,
ছেড়ে দে তোর বাগ বাগিচা সাধের বাড়িঘর।
চলে যা তুই অন্য খানে জমিন আছে বড়,
সর্বত্রই কর্ম আছে খুঁজে নিতে পারো।
আসবে না কেউ দেখবে না কেউ নিজের বলই বল,
মনের বলেই শক্তি বারে সেইতো তোর সম্বল।
সবুর করে শক্ত হাতে কাজের ঝুকি নিবি,
অভাব তোর কেটে যাবে সুদিন ফিরে পাবি।
তখন তোকে ঘিরে থাকবে বন্ধু বান্ধব কত,
অচেনা মুখ সবাই এসে ভিড় করবে শত।
দুনিয়ার এই আজব খেলা বুঝিতে পারা দায়,
পথ হারিয়া ঘুরছে কেহ কেউবা পথ পায়।
জীবনটা ব্যর্থ হয় না জীবন বোধ থাকিলে,
পথ খুঁজিয়া পাবেই পাবে অলস না হইলে।
মুকুট মণি হয়ে যদি বেঁচে থাকতে চাও,
সব মানুষের ভিড়ের মাঝে হারিয়ে তুমি যাও।
পৃথিবীটাকে দেখবে নতুন থাকবে না হতাশা,
তোমায় দেখে কতো জনে ফিরে পাবে আশা।
তুমি হেথা পারো যদি করিতে মরন জয়,
তোমার গুণে বিশ্ব ভুবন হবে আলোময়।
২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৯
মীর সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ।
২| ২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:২০
জগতারন বলেছেন:
অসাধারন !
কবিতা পাঠে মুগ্ধ আমি।
কবির প্রতি অভিন্দন জ্ঞাপন করি।
২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৪
মীর সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।
৩| ২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:০১
কথাকথিকেথিকথন বলেছেন:
অনুপ্রেরণাদায়ক কবিতা । সৎ কর্মেই রয়েছে সকল সুখ । কর্মঠ জীবন, সুখী জীবন ।
সুন্দর কবিতা । ভাল লেগেছে ।
২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৪
মীর সাজ্জাদ বলেছেন: ঠিক বলেছেন, ধন্যবাদ।
৪| ২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩১
রাজীব নুর বলেছেন: A man is only as big as he think's he is. There is no limit on what you can do .
২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৬
মীর সাজ্জাদ বলেছেন: yes boss. thanks.
৫| ২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৫
খায়রুল আহসান বলেছেন: প্রেরণাদায়ক কবিতা। ভাল লেগেছে।
২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৯
মীর সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪৪
আকিব হাসান জাভেদ বলেছেন: কর্মই জিবন । সুন্দর কবিতা ।