নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের জন্য সৃষ্ট সুখগুলো ধরে রাখতে লেখালেখি চালিয়ে যেতে চাই।

মীর সাজ্জাদ

নতুন কিছু করার আশায় থাকা মানুষগুলোই এক সময় সফল হয়।

মীর সাজ্জাদ › বিস্তারিত পোস্টঃ

খোদার মহীমা

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:১৩



এই সুন্দর ভুবনে খোদা তুমি আমায় আনিলে,
ভোগের সংসারে জ্বরা, ব্যাধি, মৃত্যু কেনো দিলে।

হেথা পাপ হিংসা কেন, কেন দাস দাসী,
ভোগের মশগুল কেহ, কেহ উপবাসী।

আনন্দ উল্লাসে কেহ ছুটিয়া বেড়ায়,
নয়নের জলে কারো বুক ভেসে যায়।

সুখের সামগ্রী যতো ভাগ করে দাও,
কেহ যেন কারো উপর না হয় চড়াও।

তোমার আদেশে রবি কিরণ দিতেছে,
পৃথিবীর রুপ রস জন্ম নিতেছে।

সাদা কালো মেঘ কত উড়িয়া বেড়ায়,
তৃষ্ণা ক্লান্ত ধরনীর তৃষ্ণা মেটায়।

পাহাড়, জঙ্গল, নদী, পুষ্পে ভরা গুলবাগ,
তিন ভাগ পানি আর স্থুল এক ভাগ।

উপরে ছাউনি ছাড়া কোটি কোটি কতো তাঁরা,
দিতেছে পাহাড়া যেন সারা রাত্রি ভরা।

পৃথিবীকে এত রুপ দিতে পারো যদি,
আমাকে অমর করো থাকি নিরবধি।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৭

রাজীব নুর বলেছেন: কেউ কেউ দেখেছি, এসব অসুখ নিয়ে অতিরিক্ত খেয়ে নেয়, পরে অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হয়।
কত ক্যালরি খেতে হবে, কত ক্যালরি ক্ষয় করতে হবে --- এ বিষয়ে একটু সাধারণ জ্ঞান থাকা সবারই উচিৎ।
সুস্থ দীর্ঘ জীবনের জন্যে এটা জরুরী।

২৩ শে নভেম্বর, ২০১৮ ভোর ৫:০৫

মীর সাজ্জাদ বলেছেন: ঠিক বলেছেন ভাই।

২| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:২১

কথার ফুলঝুরি! বলেছেন: মানুষ মরে গিয়েও অমর হয়ে থাকে কারও না কারও হৃদয়ে । আপনিও থাকবেন ।

কবিতার টপিক ও কবিতার কথা দুটোই ভালো লেগেছে ভাইয়া । আমিও একদিন চেষ্টা করবো সৃষ্টিকর্তাকে নিয়ে কিছু লেখার ।

২৩ শে নভেম্বর, ২০১৮ ভোর ৫:০৬

মীর সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ ভাইয়া। চেষ্টা করেন আপনিও অবশ্যই পারবেন।

৩| ২৩ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:০৪

বলেছেন: চমৎকার কথাকলি -+++

২৩ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫১

মীর সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ।

৪| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৮

শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর কবিতা +++

২৬ শে নভেম্বর, ২০১৮ ভোর ৫:২৫

মীর সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.