![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন কিছু করার আশায় থাকা মানুষগুলোই এক সময় সফল হয়।
কেমন করে আল্লাহ আমি ডাকিব তোমারে,
তোমার সেই প্রিয় নামে, আমার পরান ভরে।
ওহে প্রভু তুমি পথ দেখাও আমারে,
যেভাবে ডাকলে পাবো তোমায় অন্তরে।
চোখের বাইরে হলেও তুমি আছো সর্বস্তরে,
তোমার পবিত্র নাম থাকে যেনো এই অধরে।
পৃথিবীর সব মায়া ছেঁড়ে যাবার প্রহরে,
এই মিনতি করি আমি সদাই নত শিরে।
জানি ডাকার মত ডাকলে পাবো তোমারে,
ক্ষমা করে দিও তুমি এই পাপী বান্দারে।
দয়াময় ওহে পাক পরয়ারদেগার,
অনন্ত অসীম যে রহমত জানি তোমার
এই মোনাজাত আমার কবুল করো শুধু এক বার।
০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৬
মীর সাজ্জাদ বলেছেন: আমিন।
২| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪
হাবিব বলেছেন: সুন্দর প্রার্থনা
০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৭
মীর সাজ্জাদ বলেছেন: সুন্দর কিছু করার চেষ্টাই সব সময় করে থাকি, জানিনা হয় কিনা, ধন্যবাদ মন্তব্য করার জন্য।
৩| ০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩১
রাজীব নুর বলেছেন: নারীদের হিজাবে'ই সুন্দর লাগে তাই আপনার সন্তানকে ছোটবেলা থেকেই হিজাবের শিক্ষা দিন।
০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৮
মীর সাজ্জাদ বলেছেন: ঠিক বলেছেন।
৪| ০৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:২৬
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
০২ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১২
মাহিরাহি বলেছেন: আল্লাহ আমাদের মোনাজাত কবুল করুন।