নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের জন্য সৃষ্ট সুখগুলো ধরে রাখতে লেখালেখি চালিয়ে যেতে চাই।

মীর সাজ্জাদ

নতুন কিছু করার আশায় থাকা মানুষগুলোই এক সময় সফল হয়।

মীর সাজ্জাদ › বিস্তারিত পোস্টঃ

হোক লেখালেখি

০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪২



অসাধারন অনুভুতি দিয়ে,
লিখেছো ভালো,
চালিয়ে যাও,
ছড়াতে পারবে ছন্দের আলো।

অস্বাভাবিক অনেক চিন্তা,
উদয় হবে মনে,
সেটা সাজিয়ে লিখতে পারলেই,
থাকবে সবার স্মরনে।

সৃষ্টিশীল ভাবনাগুলী,
করতে হবে প্রকাশ,
রহস্যের বেড়াজালে অন্তিম চিন্তার,
হতে হবে বিকাশ।

মনের একান্ত সুরের সুরালাপে,
লেখা হবে মার্জিত,
নিজের ভালো লাগাই সব কিছু,
এটাই তো চিরায়ত।

মনের উপর বিশ্বাসের দৃঢ়তা,
সাজাতে পারে স্বপ্নীল পংকি,
লিখে যাও যা মনে আসে,
যখন নিজেকে লাগবে খুব একাকি।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৬

রাজীব নুর বলেছেন: কবিতা ছড়া লেখার উপকারিতা কি?

০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০১

মীর সাজ্জাদ বলেছেন: মনের শান্তি, তৃপ্তি, অনুভূতির এক অন্য রাজ্য, যেখানে কবি নিজেই রাজা।

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০০

দ্যা মুসাফির পথিক বলেছেন: বই পড়া ও লিখালিখির মধ্যে যে আনন্দ তা যারা পড়েন ও লিখেন তারাই উপলব্ধি করতে পারেন।ধন্যবাদ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩১

মীর সাজ্জাদ বলেছেন: ঠিক বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.