নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের জন্য সৃষ্ট সুখগুলো ধরে রাখতে লেখালেখি চালিয়ে যেতে চাই।

মীর সাজ্জাদ

নতুন কিছু করার আশায় থাকা মানুষগুলোই এক সময় সফল হয়।

মীর সাজ্জাদ › বিস্তারিত পোস্টঃ

নিরন্তর প্রাচীর

০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২০

অতীত স্মৃতির আবহাওয়ার পূর্বাভাসে,
উড়ে আসে চিন্তাশীল মনোভাব,
ভাবতেই অবাক লাগে,
এটাই যেন আবেগময় চরণ আসার প্রভাব।

কি বুঝে কি বলি,
পাইনা খুঁজে সীমানার কিনারা,
এতে যদিও সুখ নেই,
তবুও এ নিয়েই আমি আত্মহারা।

রীতির বিপরীতে কার্য সমাধানের নিয়ম,
বেখাপ্পা রকমের সস্তি জোগায়,
স্মৃতির মধুরতা উদাসীনতা ভুলিয়ে,
বিভোর চিন্তাতে হারায়।

রুপান্তরের আশায় ব্যস্ত থেকে,
দিনের পর দিন চলে যায়,
কুসুম কুসুম গরম পানির গোসলে,
দেহ কি সহজে পুড়ে হায়।

ফিরে পেতে চাই ফড়িংয়ের মত,
উড়ে বেড়ানোর দিনগুলো,
প্রজাপতির ডানায় ভর করে,
তুচ্ছ দৃশ্যও লাগে অনেক ভালো।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:০৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর কথামালা, মগ্ন হলাম কবিতা পড়ে।

শুভকামনা কবির জন্য

০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২১

মীর সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫৫

রাজীব নুর বলেছেন: আসলেই ভালো হয়েছে।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২২

মীর সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ নুর ভাই। ভালো থাকবেন।

৩| ০৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:২৭

রাজীব নুর বলেছেন: আপনিও ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.