![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন কিছু করার আশায় থাকা মানুষগুলোই এক সময় সফল হয়।
অজানা অসুখ ব্যাধি হয়ে,
অন্তরে বাধতে চায় ঘর,
জানিনা তুমি একদিন,
হয়ে যাবে কিনা সার্থপর।
মানতে নাহি পারবো আমি,
কানামাছির মতো কঠিন খেলা,
রুপালি আবেশ থাকবেনা জানি,
যখন থাকবেনা এই বেলা।
স্বপ্নিল ঝরনার বর্নীল ধারাতে,
লজ্জাবতীর লাজের তীব্র হাওয়ায়,
অসহায়ের সহায় উড়ে বেড়ায়,
এ যেনো অসীম সুখ আমাকেই খুঁজে পায়।
দিনে দিনে মনুষত্য,
নিয়ে নিতেছে ছুটি,
উজান ভাটির স্রোতের ধারা,
জানিনা বাঁধবে কার সাথে কার জুটি।
জানিনা বুঝেতে পেরেছো কিনা,
শুকনো পাতার মড়মড় শব্দের মহীমা,
পারলে ভালো, না পারলে আরও ভালো,
এ যেনো অন্যরকম এক কারিশমা।
০৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৪
মীর সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ ভাইজান।
২| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২২
আরোহী আশা বলেছেন: কি নাম?
০৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩
মীর সাজ্জাদ বলেছেন: কেমন প্রশ্ন করলেন বুঝলাম না।
©somewhere in net ltd.
১|
০৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।