![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন কিছু করার আশায় থাকা মানুষগুলোই এক সময় সফল হয়।
দুয়ার দিয়া আধার ঘরে
বসে আছি চুপটি করে।
আজ তোমাকে বড় ভালো লাগছে,
হৃদয়ের আঙ্গিনায়
কঁচি কঁচি মুখটি যেন ভাসছে।
দাও মোরে দাও খোদা
আছে যতো ভবে,
রুপ রস ভালোবাসা
একে একে সবে।
তুমি কে?
কে তুমি?
তুমি কি বলনা?
তুমি কি আর্য সুন্দরী?
নাকি কোন গ্রামের এক নারী?
তুমি কি হরিণী?
নাকি তুমি ফার্সি কিনবা তুর্কি রমণী?
যাই হও না কেন
তুমি আমার অন্তর বাসিনী।
ছবি-গুগল।
০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৭
মীর সাজ্জাদ বলেছেন: ঠিক বলেছেন। ধন্যবাদ।
২| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩১
বিজন রয় বলেছেন: কে তুমি?
কে আমি?
আমি বিজন
ব্লগার।
০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৮
মীর সাজ্জাদ বলেছেন: আপনি সকলের পরিচিত আমাদের বিজন দাদা।
৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫৫
মোঃ খুরশীদ আলম বলেছেন: অজানা কাউকে মনের অভিব্যক্তি দ্বারা সুন্দর করে তুলে ধরেছেন। ভাল লাগল।
০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯
মীর সাজ্জাদ বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।
৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৩
হাবিব বলেছেন: আমি হাবীব বলছি.....চিনতে পারছেন?
০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৩
মীর সাজ্জাদ বলেছেন: আপনাকে চিনেনা এমন কোন ব্লগারই নেই সামুতে। আপনাকে আমি স্যার হিসেবেই মানি।
৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩০
রাজীব নুর বলেছেন: আমি আল্লার বান্দা। নবীজীর উম্মত।
০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪
মীর সাজ্জাদ বলেছেন: আমিও। ভালো থাকবেন নুর ভাই।
৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৮
নজসু বলেছেন:
ফার্সী কিংবা তুর্কী মেয়েদের চেয়ে কিন্তু
আমাদের দেশের মেয়েরাই বেশি মায়াবতী।
রোমান্টিকতায় ভরপুর কবিতা ভালো লাগলো।
০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৬
মীর সাজ্জাদ বলেছেন: আমাদের দেশের মেয়েরাও অনেক বেশী সুন্দর হয়। ধন্যবাদ ভালো লাগা প্রকাশ করার জন্য।
©somewhere in net ltd.
১|
০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২৮
তারেক ফাহিম বলেছেন: সুন্দরকে সবাই ভালোবাসে। যদি সে হয় নিজের একান্ত কেউ তাহলেতো কথাই না
ভালোলাগা।