![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন কিছু করার আশায় থাকা মানুষগুলোই এক সময় সফল হয়।
নদীর ঢেউয়ে মিলিয়ে দিলাম,
তীরে লেখা তোমার সেই নাম,
ঢেউয়ের স্পর্শেই ভেসে উঠে,
তুমিই তো লেখার শিরোনাম।
চাঁদের আলোতে ঝিকমিকি জল,
রূপ দেয় তোমার প্রতিচ্ছবির,
আবেগে হারিয়ে আত্মহারা মন,
এমনটি চিন্তা যেন প্রতিটি কবির।
নৌকার পাটাতনে পাদুকা রেখে,
চাঁদের পানে তীক্ষ্র দৃষ্টির মুহুর্ত,
ভাষাহীন মনের ছন্দের ধারনায়,
মানে না তোমাকে পাওয়ার কোনো শর্ত।
পানিতে ভাসমান হঠাৎ এক পানা,
মনে করিয়ে দিল কোনো এক অতীত,
মেঘের আড়ালে মাঝে মাঝে চাঁদের উঁকি,
মনটা কি সাড়া জীবন থাকবে পতিত!
হয়তো অপঘাতে হারাতে চায়,
বিশেষ কিছু লেখার চিন্তা ধারা,
স্থায়ী ঠাইটুকু কি তা পাবে না,
নাকি হতে থাকবে শুধুই দিশেহারা।
ছবি-গুগল।
১২ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১৩
মীর সাজ্জাদ বলেছেন: সুন্দর মন্তব্য ছড়ালেন মুগ্ধতা। ধন্যবাদ।
২| ১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৫
কাল্পনিক_জীবন বলেছেন: নদীর ঢেউয়ে সব বিরহ যাক মিলিয়ে
সব দুঃখ যাক তলিয়ে
প্রেম করলে সইতে হবে ছ্যাকা খাওয়ার দুখ
তবেই মিলবে সহনীয় মিয়া সুখ ।
১২ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১৪
মীর সাজ্জাদ বলেছেন: অনেক সুন্দরভাবে বুঝালেন, ধন্যবাদ।
৩| ১২ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:৩৫
ওমেরা বলেছেন: নৌকায় বসে চাঁদের দিকে তাকিয়ে থাকতে মনে হয় ভালই লাগবে। কবিতা সুন্দর হয়েছে।
১২ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১৫
মীর সাজ্জাদ বলেছেন: আসলে জীবনে প্রেম আসলে সবই ভালো লাগে।
৪| ১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১১
রাজীব নুর বলেছেন: অপঘাতে মরেই তো লোকজন ভূত হচ্ছে।
১২ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১৭
মীর সাজ্জাদ বলেছেন: ভূত হয় কিনা জানিনা, তবে বিনা প্রাণে দেহ বয়ে বেড়াতে হয়।
©somewhere in net ltd.
১|
১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১০
ল বলেছেন: সুন্দর কাব্য বিতান অভিভূত পাঠে