![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন কিছু করার আশায় থাকা মানুষগুলোই এক সময় সফল হয়।
আমি কি আর আমি আছি,
হয়েছি যে উম্মাতাল,
নেশার ঘোরেতে বাজে বকতে,
হয়েছি তাই বেসামাল।
কল্পনার রাজ্য থেকে কল্পনা এসে,
করেছে যে আমায় গ্রাস,
আমি যে মরেও বেঁচে আছি,
কাটেনা দিন, কাটেনা মাস।
আমার মত সুখি হয়তো আর কেউ নাই,
নিজেকে খুশি রাখতে সব উপকরণ যেনো,
এই তোমার থেকেই পাই।
দু:খের বোঝা সবাই বহে,
হয়তো কম বেশি,
তা নিয়ে ভাবলে কমবে না দু:খ,
আরো বাড়বে রেশারেশী।
সুখের পরশ দুর্গম পথে,
আরামের সুবাস সরূপ,
আকড়ে তা ধরা কঠিন,
ত্যাগই হচ্ছে এর একমাত্র রূপ।
২৯ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:৪৭
মীর সাজ্জাদ বলেছেন: আপনার মন সুন্দর, তাই সবকিছু সুন্দর মনে হয়।
২| ২৪ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: আরো সুন্দর কবিতা আসুক আপনার কলম হতে
২৯ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:৪৬
মীর সাজ্জাদ বলেছেন: আমিন। ধন্যবাদ আপনাকে।
৩| ২৪ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:৩০
মাহমুদুর রহমান বলেছেন: কবিতা ভালো হয়েছে।
২৯ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:৪৭
মীর সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৯ দুপুর ২:১৯
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।