![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন কিছু করার আশায় থাকা মানুষগুলোই এক সময় সফল হয়।
ব্যাথা পেলে আঘাত দেবো,
এই নীতি মোর নাই,
নীতির কথা বলে বেড়াই
কাজের বেলায় ছাই।
স্বার্থের পিছে ঘুরি আমি
মান সম্মান নাই,
লোভ দেখিয়ে ধোকা দিয়ে
অন্যেরটা মেরে খাই।
মানুষ আমি এই কথাটি
ভাবার সময় নাই,
পশুর চেয়েও নিচে নেমে
টাকার পিছে যাই।
টাকা বড় অর্থ বড়,
আরো টাকা চাই,
টাকার জন্য মানুষ মেরে
আনন্দ আমি পাই।
টাকা হলেই বড় হলাম
নির্বাচনে যাই,
জয়ের পর এমপি হলাম
এখন মন্ত্রীত্ব চাই।
জনগনের কথা ভাবার
সময় বেশি নাই,
বাড়ি গাড়ী বাড়ানোর চিন্তায়
দূনীতিতে আস্থা তাই।
জীবন যদি এইভাবে আমি
কাটাতে পারি ভাই,
সার্থক হবে জনম আমার
বিশ্বাস রেখে যাই।
০৩ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৫১
মীর সাজ্জাদ বলেছেন: বাস্তবতা এখানে মিলে মিশে একাকার।
২| ০৩ রা এপ্রিল, ২০১৯ রাত ৯:২৪
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: বাস্তবতা এখানে মিলে মিশে একাকার।
হুম।
©somewhere in net ltd.
১|
০৩ রা এপ্রিল, ২০১৯ দুপুর ২:৩৩
রাজীব নুর বলেছেন: একদম বাস্তব ছড়া।