![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন কিছু করার আশায় থাকা মানুষগুলোই এক সময় সফল হয়।
ডাক এসেছে রমজানের ওই
রোযা রাখার আহবান,
সুযোগ চাই দোয়া চাই
আল্লাহ যে মেহেরবান।
রোযা রেখে নামাজ পড়ে
জানি যাকাত দিতে হয়,
ভুল হলে তাই মাফ চাইবো
আল্লাহ যে করুণাময়।
রোযার মাসে নফল কাজেও
জানি দ্বিগুণ সওয়াব হয়,
কুরআন তিলাওয়াত করবো বেশি
আল্লাহ যে দয়াময়।
ইতিকাফে মসজিদে বসে
খুঁজবো শবে কদর রাত,
হাজার রাতের চেয়েও সেরা
করবো বেশি মোনাজাত।
রাযার শেষে ঈদের খুশি
দেবো সবার মাঝে ছড়িয়ে,
ছোট বড় ধনী গরীব মিলে
সুখ দেবো পৃথিবী ভরিয়ে।
০১ লা মে, ২০১৯ রাত ১০:২৮
মীর সাজ্জাদ বলেছেন: ঠিক বলেছেন। এই মাসে যেন সর্বোচ্চ ইবাদত করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন।
২| ০২ রা মে, ২০১৯ রাত ১২:১৮
মাহমুদুর রহমান বলেছেন: আল্লাহুম্মা বারিক লানা ফী রজাবা ওয়া শা'বান ওয়াবাল্লিগনা রমাদান।
©somewhere in net ltd.
১|
০১ লা মে, ২০১৯ রাত ৯:০২
ল বলেছেন: আত্নাশুদ্ধি, ধর্য্য, পাক প্রবিত্রতার সহিত -
রহিম রহমানের মানজিলে মুক্তিখোঁজার পরম মাস।