![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন কিছু করার আশায় থাকা মানুষগুলোই এক সময় সফল হয়।
সবই বুঝি তবুও অলস
আলসেমি এক বিশাল রোগ,
ভালো কিছু অর্জনে তা
বাধা দিয়ে বাড়ায় শোক।
পরিশ্রমে হয় জীবন মধুর
সম্মানের এক পরিচয়,
জেনে বুঝে অলস হয়ে
নিজ হাতে তার করি ক্ষয়।
সুযোগ পেয়ে পরিশ্রম দিয়ে
ইচ্ছা আছে স্বপ্ন হাতে,
তুলবো গড়ে আপন জীবন
বাস্তবায়ন নেই সাথে সাথে।
কাজ না করে ভাবি প্রতিক্ষণ
একসময় হবে স্বপ্ন পূরণ,
দিনটি আর আসে না হায়
অলসতাই সব করে হরণ।
সময়ের কাজ সময়েই শেষ
এই যদি হয় আমার পণ,
অলসতার হবে না জয়
সফলতা গুণবে শুভ ক্ষণ।
০৩ রা মে, ২০১৯ রাত ১০:৪৯
মীর সাজ্জাদ বলেছেন: শীতের সময়ও কম্বলের নিচে থাকতে মন চায় শুধু।
২| ০৩ রা মে, ২০১৯ রাত ১১:৩৭
আকতার আর হোসাইন বলেছেন: ভালো লাগলো।
০৪ ঠা মে, ২০১৯ সকাল ৯:১২
মীর সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ।
৩| ০৪ ঠা মে, ২০১৯ রাত ২:১২
অর্পিতা মন্ডল বলেছেন: বাহ্
০৪ ঠা মে, ২০১৯ সকাল ৯:১৩
মীর সাজ্জাদ বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ।
৪| ০৪ ঠা মে, ২০১৯ সকাল ১০:৩৪
পদাতিক চৌধুরি বলেছেন: ছন্দময় কবিতাটি বেশ লাগলো।
শুভকামনা জানবেন।
০৪ ঠা মে, ২০১৯ দুপুর ২:৪৮
মীর সাজ্জাদ বলেছেন: আপনার ভালো লেগেছে শুনে খুবই ভালো লাগলো। সুস্থ থাকবেন ভালো থাকবেন।
৫| ০৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:২৭
রাজীব নুর বলেছেন: আপনি কি কবিতা ছাড়া অন্য কিছু লিখেন না?
©somewhere in net ltd.
১|
০৩ রা মে, ২০১৯ রাত ৯:১৯
মাহমুদুর রহমান বলেছেন: যখন খুব গরম পড়ে,অলসতা এসে আমায় ঘিরে ধরে।তখন কোন কিছুতেই মন বসে না।মন চায় কেবল ঘুমিয়ে থাকতে।