![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন কিছু করার আশায় থাকা মানুষগুলোই এক সময় সফল হয়।
ডাক এসেছে আন্দোলনের
ভয় না করে যাই ছুটে,
সাহস করে গিয়েই এবার
হারালাম আমার ঘর ভিটে।
ন্যায়ের পথে কথা বলে
হারালাম আমার জিহ্বাটা,
প্রতিবাদী হতেই আবার
আদালতে মামলাটা।
সমাজ আমায় যা শেখায়
স্বার্থের কাছে জিম্মি থাক,
দুর্নীতি টাই মূলনীতি ভাই
এই নীতিতেই ভরসা রাখ।
হায়রে মানুষ হায়রে জীবন
হায়রে দেশের ব্যস্ততা,
উঁচু উঁচু দালানের মাঝে
নিচু ঘরে নেই শখ্যতা।
কোনটা সঠিক কোনটা মন্দ
যাচাইয়ের তা সময় নেই,
মানতে হবে অনিয়ম সব
ইচ্ছাগুলোকে ছুটি দেই।
আমরা স্বাধীন, স্বেচ্ছাচারী
বলতে তো আজ পারিনা,
পরিবারটাই হুমকির মুখে
জোরালো কন্ঠে আসেনা।
আশায় আছি যেদিন কবে
দেশের মানুষ এক হবে,
রুখবো যত অনিয়ম
শান্তিতে সব সুখে রবে।
২২ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:০৬
মীর সাজ্জাদ বলেছেন: ঠিক বলেছেন ভাই। সব জাগতেই একত্র যে আমরা কবে হতে পারবো!
২| ২২ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:০৬
নুরহোসেন নুর বলেছেন: আমরা এখন আন্দোলন করতে ভয় পাই,
সবাই আত্মকেদ্রিক আন্দোলন করে ভাল থাকার চেষ্টা করছি।
২২ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:০৭
মীর সাজ্জাদ বলেছেন: আন্দোলনের অবস্থা তো একদমই নেই।
৩| ২২ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:১৮
নুরহোসেন নুর বলেছেন: লেখক বলেছেন: আন্দোলনের অবস্হা তো একদমেই নেই।
-সহমত।
আমরা সবাই ক্ষমতাসীনদের ধরা-বাঁধা নিয়মে বন্দী।
পানির পক্ষে কথা বললে, বিনাপানি পানে জীবন ত্যাগ করতে হয়।
ভয়ঙ্কর অবস্হা।
২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:৫৯
মীর সাজ্জাদ বলেছেন: ঠিক বলেছেন।
©somewhere in net ltd.
১|
২২ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৫৯
রাজীব নুর বলেছেন: একমাত্র ক্রিকেট কগেলার সময় দেশের সমস্ত মানুষ এক হয়।