![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন কিছু করার আশায় থাকা মানুষগুলোই এক সময় সফল হয়।
বিচিত্র কত চরিত্র দানে
সাজালে ঘর দুনিয়াতে,
মিশালে তাতে সাতরঙা রুপ
বিলালে সুবাশ নিজ হাতে।
গড়িলে কত উচু সভ্যতা
ধংস করিলে কাফের জাত,
ধন্য করিলে মুমিন বান্দাকে
দিয়ে শবে কদর রাত।
মেলিলে হাজারো সংস্কৃতি
গাঁথিলে শত ভাষার রীতি,
ভিন্ন আইন ভিন্ন নীতি
বানালে সুর ছন্দের গীতি,
মানুষকে করিলে আশরাফুল
লক্ষাধিক প্রাণের মাখলুখাতে,
নিয়ামতের ভান্ডার ভরে
দান করিলে বিনা শর্তে।
রহমতের বৃষ্টি ঝরিয়ে
ফলালে ফসল শস্যক্ষেতে,
আপদে বিপদে থেকো পাশে
করি দোয়া এই মোনাজাতে।
১৪ ই মে, ২০২০ রাত ১২:১৬
মীর সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ
২| ১৩ ই মে, ২০২০ দুপুর ২:৪১
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
১৪ ই মে, ২০২০ রাত ১২:১৭
মীর সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ ভাইজান।
৩| ১৪ ই মে, ২০২০ রাত ৩:৪৬
নুরুলইসলা০৬০৪ বলেছেন: শুধু রাতটাই দিয়েছে, মাল পানি কি কিছু দিয়েছে।চাইতে চাইতে তো মুখে ফেনা তুলে ফেললাম।
১৪ ই মে, ২০২০ বিকাল ৩:১৪
মীর সাজ্জাদ বলেছেন: আল্লাহর নিকট দিল থেকে কিছু চাইলে তা অবশ্যই পাওয়া যাবে। দুনিয়াতে না পেলে পরকালে অবশ্যই পাওয়া যাবে।
©somewhere in net ltd.
১|
১৩ ই মে, ২০২০ দুপুর ১:৫২
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর লেখনী ।