![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন কিছু করার আশায় থাকা মানুষগুলোই এক সময় সফল হয়।
নির্বোধ আমি, খুজিনি তোমায়
বুঝিনি তোমার নয়নের ডাক,
হাসিতে তুমি ফুটিয়েছ ফুল
হইনিতো আমি ভ্রমরার ঝাক।
দেখিনিতো আমি লোচন মেলিয়া
রুপেতে তুমি অনন্যা রমণী,
দীঘল কালো কেশ ছাড়িয়া
হাটিয়া চলিলে ধন্য অবনী।
সরু নাকের ছোট্ট ফুলে
হাজারো অভিলাষ ডালা মেলে,
ওষ্ঠের পাপড়ির ছোঁয়ায় ছোঁয়ায়
আহ্লাদেরা কানামাছি খেলে।
জানিনাতো আমি সুজলা তুমি
দেহাংশে তোমার সুগন্ধ ভারী,
মিষ্টি হাতে নক্সী সবুজ চুড়ি
এ যেন অজানা রুপকথার পরী।
শুনেছি তোমাতে মুক্ত ঝরে
রাতের আধার দূরে সরে,
এসেছি আজ উচু শীরে
বাধিতে তোমাকে বাহুডোরে।
১৯ শে মে, ২০২০ রাত ৩:৪৩
মীর সাজ্জাদ বলেছেন: শুকরিয়া।
২| ১৮ ই মে, ২০২০ রাত ১১:৫৮
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
১৯ শে মে, ২০২০ রাত ৩:৪৩
মীর সাজ্জাদ বলেছেন: আপনি অনেক পজেটিভ মানুষ।
৩| ১৯ শে মে, ২০২০ রাত ৩:৫০
নেওয়াজ আলি বলেছেন: পড়ে মোহিত হলাম।
২১ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:৫৭
মীর সাজ্জাদ বলেছেন: শুকরিয়া
৪| ১৯ শে মে, ২০২০ সকাল ১০:৪৫
ইসিয়াক বলেছেন: বেশ রোমান্টিক কবিতা।
ভালো লাগলো।
শুভকামনা।
২১ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:৫৮
মীর সাজ্জাদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৮ ই মে, ২০২০ রাত ১০:২২
রোহিট বলেছেন: খুব সুন্দর কবিতা