![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন কিছু করার আশায় থাকা মানুষগুলোই এক সময় সফল হয়।
মনেতে বিচরণ করো তুমি
লাটাই নিয়ে হাতে,
সময়ে হাসাও সময়ে কাঁদাও
কি নিপুণ বিশ্বাসে!
নির্দয়ভাবে যখন তুমি
আঘাতের চাবুক চালাও,
মনেতে বসে নরকের হাট
তিক্ত আগুনে জ্বালাও।
সুখের সঙ্গমে যখন তুমি
আনন্দের মহড়া সাজাও,
স্বর্গসুধা পান করে
সবুজ গালিচায় মাদল বাজাও।
আনন্দ বেদনা মিলিয়েই জীবন
ধাপে ধাপে বাধি হরেক স্বপন,
সে স্বপন তোমাকে ঘিরে
আগামীর ভবিষ্যৎ হবে রোপণ।
সুখ যদি নাই বা দাও
ব্যথা কভু নাহি দিও,
তোমাকে ভালোবেসে বাঁচতে চাই
ছেড়ে আমায় নাহি যেও।
০৯ ই জুন, ২০২০ রাত ৯:২৩
মীর সাজ্জাদ বলেছেন: অশেষ ধন্যবাদ।
২| ১০ ই জুন, ২০২০ রাত ১২:১৬
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
১০ ই জুন, ২০২০ দুপুর ১২:৫১
মীর সাজ্জাদ বলেছেন: আপনার চোখে যেন সবই সুন্দর।
৩| ১০ ই জুন, ২০২০ সকাল ১০:০৩
সেলিম আনোয়ার বলেছেন: কবিতায় ভালোবাসার আকূতিই যেন মূখ্য হয়ে ওঠেছে ।
১০ ই জুন, ২০২০ দুপুর ১২:৫২
মীর সাজ্জাদ বলেছেন: জীবন হয়ে উঠুক ভালোবাসাময়।
©somewhere in net ltd.
১|
০৯ ই জুন, ২০২০ রাত ৯:১২
নেওয়াজ আলি বলেছেন: সৃজনশীল লেখা।