![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন কিছু করার আশায় থাকা মানুষগুলোই এক সময় সফল হয়।
চলো বর্ষায় ভিজি, বর্ষায় ভাসি
বর্ষায় করি আস্ফালন,
আষাঢ় শ্রাবণ এসে গেছে
ঘরেতে আর থাকবে না মন।
ঘরের চালে ঝুম ঝুম ঝুম
বৃষ্টি সাজায় মনের কোল,
লজ্জাবতীর লজ্জা ভাঙে
দোলনাতে সে খায় দোল।
রুপের রাণী রংধনু খগে
ছাপায় সিক্ত সাত রঙ,
ছাউনি পাতায় ফোটা ফোটা
পানির ধারার শত ঢং।
বাদল দিনে ছাতা হাতে
প্রেম পিয়াসু অন্বেষণে,
ছুটে চলে চিত্ত বাহার
রিক্ত হস্তে নাহি ফিরে।
সৃষ্টি যাহার বৃষ্টি দিয়ে
প্রকৃতি তাহা আপন করে,
ধরণীর ধরণ বদলে গিয়ে
অপূর্ব বাসনায় লোভ ধরে।
ছল ছল সেই স্রোত ধারা
ছোট্ট রেখায় কাটে দাগ,
বর্ষন এলে যেন তুমিও আসো
কাটে সকল অভিমানের রাগ।
ছবি-গুগল।
১২ ই জুন, ২০২০ সকাল ৯:৪৫
মীর সাজ্জাদ বলেছেন: উস্তাদ কবিতার সাথে বাস্তবতা মিলবে না এটাই স্বাভাবিক।
২| ১২ ই জুন, ২০২০ সকাল ১০:১০
জগতারন বলেছেন:
সুন্দর কবিতা (!)
পঠে মুগদ্ধতা।
কবির প্রতি অভিন্দন জ্ঞাপন করিতেছি।
১২ ই জুন, ২০২০ দুপুর ১২:১৫
মীর সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৩| ১২ ই জুন, ২০২০ সকাল ১০:৪৬
রাজীব নুর বলেছেন: বর্ষা কবিদের ভালো লাগে। কিন্তু বর্ষা সবার ভালো লাগে না। বিশেষ করে ঢাকা শহরের খুব করুন পরিস্থিতি হয়।
১২ ই জুন, ২০২০ দুপুর ১২:১৫
মীর সাজ্জাদ বলেছেন: ঠিক বলেছেন গুরু।
৪| ১২ ই জুন, ২০২০ সকাল ১১:১১
সাইন বোর্ড বলেছেন: বর্ষা কি তবে চলে আসল ?
১২ ই জুন, ২০২০ দুপুর ১২:১৬
মীর সাজ্জাদ বলেছেন: চলে এসেছে প্রায়ই।
৫| ১২ ই জুন, ২০২০ দুপুর ১:০৯
নেওয়াজ আলি বলেছেন: সুখময় হোক সাহিত্যে বিচরণ ।
১২ ই জুন, ২০২০ দুপুর ২:২৫
মীর সাজ্জাদ বলেছেন: সাহিত্যের ভান্ডার হোক গোটা দেশ। তাহলেই বিচরণের স্বাদ পাবো।
৬| ১২ ই জুন, ২০২০ দুপুর ১:৩৮
রাজীব নুর বলেছেন: কবিতা আসলে আবেগের খেলা। কবিরা আবেগ জমিয়ে রাখে না।
১২ ই জুন, ২০২০ দুপুর ২:২৬
মীর সাজ্জাদ বলেছেন: এত সুন্দর ভাবে কিভাবে বলতে পারেন গুরু?
৭| ১২ ই জুন, ২০২০ বিকাল ৫:৪৪
ইসিয়াক বলেছেন:
খুব সুন্দর কবিতা
১২ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:০৫
মীর সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ ভাইজান।
৮| ১৩ ই জুন, ২০২০ ভোর ৬:০৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সুন্দর কবিতা।
১৪ ই জুন, ২০২০ দুপুর ১:৩০
মীর সাজ্জাদ বলেছেন: শুকরিয়া পড়ার জন্য।
©somewhere in net ltd.
১|
১২ ই জুন, ২০২০ সকাল ৯:৪১
চাঁদগাজী বলেছেন:
করোনা শেষ?