![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন কিছু করার আশায় থাকা মানুষগুলোই এক সময় সফল হয়।
শক্ত খোলসেই আবদ্ধ আমি
পরে রই যত্রতত্র,
চিনিনা জানিনা বাহিরের জগৎ
যেন আমি ঝিনুকের পুত্র।
কথার ভার যেন অতি ওজনদার
জলের ভারের চেয়েও বেশি,
সুপ্ত প্রতিভা লুকায়িত রেখে
বদ্ধ জীবনে ভাসি।
বক্ষপটের ফেবিকলে
আগলে রাখি মুক্তোটারে,
নিয়তি তা নেয় যে কেড়ে
স্বভাব দোষে থাকি সহ্য করে।
কান্না যেন আজ শব্দহীন
দৃশ্যমান যেমন বৃষ্টি রুপ,
সৃষ্টি করি পদ্য বিলাস
পূরণ করি এই শূন্য বুক।
আটকে রাখতে চাই না কিছু
ছেড়ে দেই সব মহাশূন্যে,
স্বাধীন ভাবে বাচার মজা
ঝিনুক কভু নাহি জানে।
২৬ শে জুন, ২০২০ দুপুর ২:০৩
মীর সাজ্জাদ বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য শুকরিয়া।
২| ২৬ শে জুন, ২০২০ দুপুর ১২:৫০
কবীর হুমায়ূন বলেছেন: ঝিনুকেরা মুক্তো আগলে রাখে,
মুক্তোরা কখনো বুঝে না ঝিনুকের কষ্টটাকে।
ভালো লিখেছেন কবি। শুভ কামনা সব সময়।
বিলাশ < বিলাস
২৬ শে জুন, ২০২০ দুপুর ২:০৫
মীর সাজ্জাদ বলেছেন: আপনার জন্যও রইলো শুভ কামনা।
বানানটা ঠিক করে নিয়েছি, ধন্যবাদ ভুলটি ধরিয়ে দেয়ার জন্য।
৩| ২৬ শে জুন, ২০২০ দুপুর ২:২০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
২৭ শে জুন, ২০২০ রাত ১:০৩
মীর সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ গুরু।
৪| ২৬ শে জুন, ২০২০ বিকাল ৪:২৮
ইসিয়াক বলেছেন:
খুব সুন্দর কবিতা।
২৭ শে জুন, ২০২০ রাত ১:০৪
মীর সাজ্জাদ বলেছেন: স্বাগতম আমার ব্লগে।
৫| ২৬ শে জুন, ২০২০ রাত ৮:৫৪
পারভীন শীলা বলেছেন: খুব সুন্দর।
২৭ শে জুন, ২০২০ রাত ১:০৪
মীর সাজ্জাদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
৬| ২৭ শে জুন, ২০২০ ভোর ৬:২৪
ইসিয়াক বলেছেন:
মীর সাজ্জাদ ভাইয়া আমি আগেও এসেছি আপনার ব্লগে। আপনার কবিতা আমি পড়ি। মাঝে মাঝে মন্তব্য করি অনেক সময় সময়ের অভাবে মন্তব্য করা হয় না।
শুভকামনা।
২৭ শে জুন, ২০২০ সকাল ৮:৩৭
মীর সাজ্জাদ বলেছেন: শুকরিয়া ভাইজান।
৭| ২৭ শে জুন, ২০২০ বিকাল ৪:৩০
সাড়ে চুয়াত্তর বলেছেন: চমৎকার কবিতা। অমূল্য মুক্তার মনেও এত কষ্ট।
২৭ শে জুন, ২০২০ রাত ১০:৪৬
মীর সাজ্জাদ বলেছেন: কষ্টের বাতাস লাগেনি কার,
বহে নাই কার শরীরে!
কষ্ট রয়েছে যেমন এই নদীর তীরে
তেমনই রয়েছে ওই দূর পাহাড়ে।
৮| ২৭ শে জুন, ২০২০ রাত ১০:৫৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: মারহাবা। মারহাবা।
©somewhere in net ltd.
১|
২৬ শে জুন, ২০২০ দুপুর ১২:৪৭
নেওয়াজ আলি বলেছেন: সাবলীল লেখা