![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন কিছু করার আশায় থাকা মানুষগুলোই এক সময় সফল হয়।
নিরাপদ কাকা বলিল হাসিয়া
কদম পাড়ার খালপাড়ে বসিয়া,
নারী রুপি পুরুষের সংখ্যা
দিন দিন যেন যাচ্ছে বাড়িয়া।
কি পাইতে চায় নারী সাজিয়া?
হয়তবা কিছু পরিচিতির লাগিয়া,
অথবা নারী সঙ্গ পাবে ভাবিয়া
অস্তিত্ব তো যাচ্ছে ডুবিয়া।
পুরুষের বল কি যাচ্ছে কমিয়া?
দেখলেই তাদের রাখো চিনিয়া,
কথাগুলো আজ মন দিয়া শুনিয়া
কু স্বভাব গুলো রাখো দমাইয়া।
নারীকে সম্মানে বাড়ে পুরুষের মান
রুপ ধারণে নয়,
প্রকৃত পুরুষ সর্বদা সুন্দর
এই বিশ্বাসটি সর্বদা রাখতে হয়।
ছবি-গুগল।
০১ লা আগস্ট, ২০২০ সকাল ৮:৫৩
মীর সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০১ লা আগস্ট, ২০২০ রাত ৩:০৯
রাজীব নুর বলেছেন: ভেরি গুড।