![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন কিছু করার আশায় থাকা মানুষগুলোই এক সময় সফল হয়।
চন্দ্ররথে মেলে চোখ
খুঁজে পাই আমি দিবালোক,
আলো ছায়ার বিচরণ মেলায়
আমার আনন্দ তোমার হোক।
দৃষ্টি জুড়ে প্রেমের নিশান
সৃষ্টি সুখে ভাসে চিত্ত মহান,
তৃপ্তি লাভে বৃদ্ধি পায় মান
পদ্য লেখার পাই প্রতিদান।
শিহরণ জাগে অন্তঃকরণে
দাগ কেটে যায় খেয়ালিপনা,
বৃদ্ধ হলেও কমবে না প্রেম
কবিতার জগতে আঁকি আল্পনা।
দূর হতে দূর যত দূর
পালিয়ে তুমি হও নিখোঁজ,
জীবত রাখবো তোমায় আমি
মৃত্যু অবধি প্রতিটি রোজ।
ছবি-গুগল।
০৭ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:৫৬
মীর সাজ্জাদ বলেছেন: শুকরিয়া।
২| ০৭ ই আগস্ট, ২০২০ দুপুর ১:১৩
খায়রুল আহসান বলেছেন: বেশ লিখেছেন! +
০৮ ই আগস্ট, ২০২০ সকাল ৮:৪৮
মীর সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ সুন্দরভাবে পড়ার জন্য।
৩| ০৭ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৪১
ইসিয়াক বলেছেন: ভালো লাগলো।
শুভকামনা।
০৮ ই আগস্ট, ২০২০ সকাল ৮:৪৯
মীর সাজ্জাদ বলেছেন: আপনার জন্য রইল একরাশ ভালোবাসা।
©somewhere in net ltd.
১|
০৭ ই আগস্ট, ২০২০ সকাল ১১:৫৬
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।