![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন কিছু করার আশায় থাকা মানুষগুলোই এক সময় সফল হয়।
দেয়াল ভেঙে বাড়ছে প্রাণী
মানুষ নামের মানুষ কই,
প্রাণীকুলের সেরা সে যে
বিবেক ছাড়াই বড় হই।
দূর হতে দূর বহু দূর
খুঁজে বেড়াই মহৎপ্রাণ,
অবশেষে ক্ষান্ত হয়ে
ঘরে ফিরি বিনা ত্রাণ।
কল্পনাতেই পুষি তারে
ভালো মানুষ বলি যারে,
ইচ্ছে মত সাজাই হাসাই
লিখে রাখি তাই নীল খামে।
তবুও যেন বাচার আশা
লাল রক্ত গায়ে নিয়ে,
চিরসবুজ ময়দানে আজ
হাটতে যেতেও ভয় করে।
পানির নাম জীবন সেতো
ভুলে যেতে ইচ্ছে হয়,
ব্যবসা চলে এটা নিয়েও
সংকটে সেথায় বিষ রয়।
ফরমালিন আজ জাতীয় খাবার
না খেলে যে অসুখ হয়,
নিত্যনতুন খাবার ধরণ
মান নিয়ে কে কথা কয়!
টেবিলে টেবিলে দানবাক্স
সরকারী কাজে বয়স শেষ,
সংবিধানে এই নিয়ম ভাই
খুঁজিয়া আমি হই বিদ্বেষ।
টাকার পাহাড়ে চড়ার সুযোগ
প্রতিনিয়ত খুঁজে যাই,
মেহনত দিয়ে সে পাহাড়ে
পৌছানোর যে সময় নাই।
অর্থ মানেই পরিচয় ভাই
সম্মানের খাতায় উঠে নাম,
নীল দুনিয়ায় গমন করে
ওই যে দেখো বুড়া ভাম।
চাহিদার শেষ হবেনা কখনো
দিন দিন তা বেড়েই যায়,
আমরা যেন ভুলে যাই
ফেলে রেখে ধন দৌলত
যেতে হবে কবরের ঠিকানায়।
©somewhere in net ltd.
১|
১৭ ই অক্টোবর, ২০২০ রাত ২:৫৪
রাজীব নুর বলেছেন: বাহ!!