![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন কিছু করার আশায় থাকা মানুষগুলোই এক সময় সফল হয়।
সুবাসবিহীন শহরে আজ কিসের ছড়াছড়ি
পাহাড় থেকে নেমে এলো সদ্য একটি পরী,
হৃদয় তাহার স্বচ্ছ প্রচুর প্রাণের সঞ্চারী
রুপের ন্যায় গুণেও সে খুবই সংসারী।
লাল বর্ণে আকা আজি তারি দেহখানী
দীঘল চুলে ঢেউ তুলেছে সত্যি মহারাণী,
হাত যেন তার মোমের তুলা দিচ্ছে হাতছানি
সরু ঠোটে বলছে কথা গোলাপের ঝলকানী।
কাজল চোখে মায়া একে চাহনীতে মহামারী
চিকন নাকের পাশে যেন সৌন্দর্যের লুকোচুরি,
কন্ঠে তোমার মাতোয়ারা মন, ভুলিতে না পারি
আমার চোখে খোদার সে তৈরি অপরুপা অপ্সরী।
ছবি-গুগল।
২| ২০ শে মে, ২০২১ দুপুর ১:১৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: আহারে পরী ভাইয়া চোখে এসে পড়
৩| ২০ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:৪৭
জটিল ভাই বলেছেন:
চাহনীতে মহামারী বলিতে কি বর্তমান সময়কে বুঝানো হয়েছে?
৪| ২১ শে মে, ২০২১ দুপুর ২:৪০
বিজন রয় বলেছেন: কেমন আছেন?
অনেক দিন পর পোস্ট দিলেন।
নিয়মিত হন।
©somewhere in net ltd.
১|
২০ শে মে, ২০২১ দুপুর ১:০০
রাজীব নুর বলেছেন: বড্ড অগোছালো আর এলোমেলো কবিতা।