![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন কিছু করার আশায় থাকা মানুষগুলোই এক সময় সফল হয়।
ডাকছে তোমায় অভিলাষী মন
হাজার ভীড়েও আপন সে জন
দূরে থেকেও অতি নিকটে দুজন
জাল বুনে যাই স্বপ্নে সারাক্ষণ।
যত্নে রেখেছি এ ভালোবাসা
পূষেছি নিজেকে উজার করে,
হৃদয়ে তাই ভীষন রক্তক্ষরণ
অজানা আশায় যেন মনটা ভরে।
দিব্যি আমায় সুখী লাগে
অভিনয়ের চাদরে ঢেকে রাখি তারে,
সে যে আমার একাকীর সাথী
লুকিয়ে রাখি তাই মনের অগোচরে।
০৩ রা নভেম্বর, ২০২১ বিকাল ৫:৪৬
মীর সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ । শুনে ভালো লাগলো।
২| ৩০ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:৫৬
জগতারন বলেছেন:
কবি সাহেব;
দেশে আসছি নভেম্বরের মাঝা মাঝি' ২০২১
আপনার সাথে সাক্ষাত করিতে চাই।
আমার কন্টাক ইনফরমেশন কি আপনার কাছে আছে ?
জানাবেন।
০৩ রা নভেম্বর, ২০২১ বিকাল ৫:৪৮
মীর সাজ্জাদ বলেছেন: অবশ্যই। ভালোমত আসেন, আমি ঢাকাতেই থাকি।
৩| ৩০ শে অক্টোবর, ২০২১ রাত ৮:২৩
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
০৩ রা নভেম্বর, ২০২১ বিকাল ৫:৫০
মীর সাজ্জাদ বলেছেন: আপনার মন আরও বেশি সুন্দর।
৪| ৩০ শে অক্টোবর, ২০২১ রাত ৮:২৬
ইসিয়াক বলেছেন: ভালো লাগলো।
০৩ রা নভেম্বর, ২০২১ বিকাল ৫:৫১
মীর সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ
৫| ৩০ শে অক্টোবর, ২০২১ রাত ৮:৩০
কালো যাদুকর বলেছেন: লুকোনো ভালবাস কবিতা ভাল হয়েছে।
০৩ রা নভেম্বর, ২০২১ বিকাল ৫:৫২
মীর সাজ্জাদ বলেছেন: ভালোবাসা লুকিয়েই রাখতে হয়।
©somewhere in net ltd.
১|
৩০ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:৫২
জগতারন বলেছেন:
সুন্দর কবিতা !
অভিন্দন কবি !!