![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন কিছু করার আশায় থাকা মানুষগুলোই এক সময় সফল হয়।
মেঘের সাথে মেলাই দু:খ
মেলাই না কেনো সুখ?
আনন্দে মেঘ উড়ে বেড়ায়
মেলে তার বুক।
সে বুকে তো দু:খ নেই
নেই মন খারাপের অসুখ,
বৃষ্টি সে তো পরোপকার
মাটির সাথে মিশুক।
মেঘ সে তো কালো
তবু তোমার চেয়েও ভালো,
শীতল করে আবহাওয়া
ঢেকে সুর্যের আলো।
মেঘের কারণে সুন্দর আকাশ
বাহারী প্রকার রূপ,
রোদের সাথে বৃষ্টি মিশে
রংধনু সাজে অপরুপ।
অনুভুতি সুবাতাস পেলো
বৃষ্টি এলেই এলোমেলো,
ছন্দগুলো রঙ খুজে পেয়ে
মেঘের রাজ্য উড়াল দিল।
মেঘের মেলায় হাটছি একা
আনন্দের স্রোতে ভাসছে মন,
বৃষ্টি এলেই নাচবো আজ
এই অবেলায় সারাক্ষণ।
০৭ ই নভেম্বর, ২০২১ সকাল ৮:৪০
মীর সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ ওস্তাদ
©somewhere in net ltd.
১|
০৭ ই নভেম্বর, ২০২১ রাত ১:০৯
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।