নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত এখন ও অর্জন হয়নি কিছুই। তবে একটা অর্জন হয়েগেছে!! অন্যায় আর অন্যায়কারীর প্রতিবাদ করতে শিখেগেছি!!! সে যেই হোক।।

মি্রাজ

তানভীরুল হাকিম মিরাজের ব্লগ

মি্রাজ › বিস্তারিত পোস্টঃ

ডাক্তার কাহিনী-২

১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৩৪

ডাক্তার কাহিনী-১

বন্ধু জসীমের দাঁতে অসুখ। বহুকিছু করেও দাতটা টেকানো গেলনা। ক্ষয়ে যাওয়া দাঁতের অবশিষ্ট যা আছে তা তুলে ফেলতে বলল ডাক্তার। তাই তোলার জন্য গেলাম ডেন্টাল মেডিকেল কলেজে। দাঁত তোলার জন্য সার্জারি ইউনিটে নেয়া হল। আমি পাশে থাকতে চাইলাম কিন্তু ইন্টার্ন দুই ডাক্তার স্পষ্ট জানালো থাকা যাবেনা। তাই রুমের বাহিরে অবস্থান করলাম।

তার পরের কাহিনী বন্ধুর মুখেই শুনুন-

অনেক ভেঙ্গে ভেঙ্গে দাঁতটা তুলল কিন্তু দুই ইন্টার্ন মিলে যখন আমার দাঁতের নিচের নরম হাড় নিয়ে টানাটানি করছে, তখন তাদের অনেক করে বললাম- আপানাদের সিনিয়র কাউকে ডাকুন। কিন্তু তারা কিছুতেই ডাকলেন না।

প্রায় এক ঘণ্টা টানাটানির পর বুঝতে পারলেন তারা আসলে হাড় ধরে টানাটানি করছেন! কিন্তু ততক্ষনে মাড়ির অবস্থা খারাপ। মাড়ির দুইপাশ ছিড়ে একাকার। এরপর দীর্ঘক্ষণ ধরে মাড়ির দুইপাশ সেলাইকরে দিল আর বলল এক সাপ্তাহ পরে এসে সেলাই খুলে নিতে।
কিন্তু বাসায় আসার পরদিন দেখা গেল সেই সেলাই খুলে পুরো মুখের ভেতরটা সুতায় ভরে গেছে!! অবশেষে অন্য ডাক্তারের দারস্ত হতে হল।



মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৪৮

চাঁদগাজী বলেছেন:

ওগুলোর কাছে ছেঁড়া জুতা মেরামত করার জন্য নিয়ে যেতে পারেন।

১২ ই অক্টোবর, ২০১৫ রাত ২:৩২

মি্রাজ বলেছেন: সেটাও ভালো পারবে বলে মনে হয় না !!
মন্তব্যের জন্য ধন্যবাদ চাঁদগাজী

২| ১২ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:০৬

আহলান বলেছেন: আহ! কষ্টদায়ক ...

১২ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৪

মি্রাজ বলেছেন: আসলে এসবের শেষ হওয়া উচিত !!
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ আহলান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.