নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত এখন ও অর্জন হয়নি কিছুই। তবে একটা অর্জন হয়েগেছে!! অন্যায় আর অন্যায়কারীর প্রতিবাদ করতে শিখেগেছি!!! সে যেই হোক।।

মি্রাজ

তানভীরুল হাকিম মিরাজের ব্লগ

মি্রাজ › বিস্তারিত পোস্টঃ

মার্চ এসেছে ফিরে

২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১:০৫



মার্চ এসেছে ফিরে,গঙ্গা - বুড়ির তীরে
লাল হল তাই বুড়ির জল, দামাল ছেলের খুনে
মার্চ এসেছে ঘরে, ছোট্ট ছেলে মায়ের কোলে পুড়ছে কালা জ্বরে।

প্যাডেল চেপে ছুটছে বাবা, নিশির রাস্তা চিরে!!
মার্চ এসেছে বলে, ডাক্তাররা সব ছুটছে বাড়ি, দোকান তালা মেরে।
শূন্য হাতে ফিরছে বাবা বিমর্ষ বদনে।

মার্চ এসেছে খুনে, খাকি পরা পাকিগুলো সব রাস্তায় এলোনেমে!
পুড়ল বাড়ি, ছুড়ল গুলি খোকার বাবার বুকে।

মার্চ এসেছে মনে, প্রতিবাদের মিছিল ছুটল
মুজিব উঠলো জেগে!!

মার্চ এসেছে তাই, কামার কুমার কৃষক সবাই
দেশ বাঁচাতে চাই !

মার্চ বহিছে খুনে, মার্চ এসেছে দেশে।

মার্চ এসেছে বলে
স্বাধীন হল স্বদেশ আমার, মার্চ এসেছে বলে !

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৫১

দিশেহারা রাজপুত্র বলেছেন: বুড়ির জ্বল (জল)

মার্চ আসুক। বারবার। একাত্তর থাকুক। সারাক্ষণ।

২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১০

মি্রাজ বলেছেন: আপনাকে ধন্যবাদ দিশেহারা রাজপুত্র

২| ২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪১

বিজন রয় বলেছেন: ভাল লাগল।
+++

২৮ শে মার্চ, ২০১৬ রাত ২:২১

মি্রাজ বলেছেন: ধন্যবাদ বিজন রয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.