![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তানভীরুল হাকিম মিরাজের ব্লগ
নিকষা ! তুমিও জননী, জেনো
নারী লোক তুমিও হে
তবে কেন ভুলিলে আঠারোর প্রেম, প্রণয় আবেগ !
এক কিশোরী ছিলে হে তুমিও, মানসে বুনিলে প্রানের বাসনা বাধিবে বলে ঘর ।
পালাবে বলেছিলে গহিন বনে লোক চক্ষুর পর।
বলেছিলে মোরে মহূয়া কুড়াবে বনে, গাহিবে গান পাখিদের সনে
পাতার ঘরে বাধিবে বাসা, বিচানা পাতিবে ভূ তে।
ভুলিলে কি তবে, গাছের তরে তোমার প্রেমে হিংসা জাগিত মনে।
তবে কেন আজ, ভুলিলে সে প্রেম
নেমেছ নিধনে সে ঘর। বনসুন্দর!
নিকষা! তুমিও নারী লোক, জেনো
এ আবাস নিধিলে প্রেম রইবে নাকো।
জেনো তুমি, প্রতিক্ষায় রইবো আমি
সুন্দরী তার পেখম মেলিছে, হিজল ফুটিছে বনে
হরিন শাবকে মিতালী হয়েছে তোমার রাবণের শনে ।
গোলপাতা সব শুকিয়ে রেখেছি, আবার বাধিব ঘর
নিধিওনা এ নিবাস আমার, আমি যে বনসুন্দর !!
০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫২
মি্রাজ বলেছেন: ধন্যবাদ কাজী ফাতেমা
২| ০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৬
ইমরান আল হাদী বলেছেন: বাহঃ চমৎকার।
০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫৪
মি্রাজ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ইমরান আল হাদী
৩| ০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪২
মাহফুজুল মৃদুল বলেছেন: সন্দর একটা পেস্ট
০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫৫
মি্রাজ বলেছেন: থ্যাঙ্কু মাহফুজুল মৃদুল !
©somewhere in net ltd.
১|
০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ২:৫৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে