![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তানভীরুল হাকিম মিরাজের ব্লগ
কবিতায় কি হয়?
কিবা আসে যায় ।
কবিতা তেমন নই রুটি, খই
কি দিয়ে ক্ষুদা মিটাই?
কবিতায় কি হয়?
কিবা আছে, পাই!
নেই মূল্য হাটে
বিকিয়ে আভাব মিটাই?
কবিতায় কি হয়?
কিবা থাকে, ভাই ।
নেই শক্তি পেশীতে
ছিনিয়ে ক্ষমতা আনাই!
তবে কবিতা কেন চাই?
কবিতা এমন!
নয় সে বালিকার প্রেমপত্র, নয় শব্দের ছন্দগাথা
কবিতাই প্রেম জেনো, বালিকার প্রথম প্রণয় ।
কিশোরীর ধুর ধুর বুকে লুকিয়ে চাহনি তে কবিতা ভাসে, মেনো
কবিতা এমন, প্রেম তুমি যেমন!
©somewhere in net ltd.