![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তানভীরুল হাকিম মিরাজের ব্লগ
আমি এক খুনী কবি
অদ্ভুত সুন্দর আর ভদ্র চেহারা অনেক
আমার চার ধারে আষ্টেপিষ্টে আছে।
মোটা ফ্রেমের চশমা পরা সজ্জল কবির সাহেব কে দেখে বুঝার উপায় নেই,
সে এক ভয়ংকর খুনী।
আমার চারধারে খুনীরা আকুপাকু করছে।
ভয়ংকর খুনীর এক নগরে আমি
যেখানে খুন কোন অপরাধ নয়।
আমরা সমাজবদ্ধ হয়ে খুন করি
অতপর শপথ করি আরেকটি খুনের।
রক্তের গন্ধ মোদের ভাল লাগে,
বাতাসে আত্মারচিৎকার শুনে প্রশান্তি লাভ করি।
এখানে খুন কোন অপরাধ নয়।
আজও মোরা মত্ত হয়েছি খুনের নেশায়।
অবিশ্রান্ত স্লোগানে মুখর জনপদ এক
ফাঁসি ফাঁসি, ফাঁসি চাই.....
২| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ২:০৮
শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লাগেনি।
সাহিত্য মানুষকে কখনো মারেনি কিন্তু বিজ্ঞান অজ্ঞান করে ছাড়ছে !!!
৩| ১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৩৬
মেহেদী রবিন বলেছেন: আমিও রুপক ধরতে পারিনি। ধরতে পারলে হয়তো আরো ভালো লাগতো।
©somewhere in net ltd.
১|
১৫ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৫৯
দিশেহারা রাজপুত্র বলেছেন:
পড়তে মন্দ নয়। কিন্তু রূপকটা ধরতে পারছি না।