নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত এখন ও অর্জন হয়নি কিছুই। তবে একটা অর্জন হয়েগেছে!! অন্যায় আর অন্যায়কারীর প্রতিবাদ করতে শিখেগেছি!!! সে যেই হোক।।

মি্রাজ

তানভীরুল হাকিম মিরাজের ব্লগ

মি্রাজ › বিস্তারিত পোস্টঃ

৩৮তম প্রতিষ্ঠা বার্ষকীতে বিএনপির কাছে জনগনের চাওয়া

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫২



বাংলাদেশের রাজনীতিতে বিএনপি একমাত্র দল যারা সবচেয়ে কম পরিশ্রমে, সল্পত্যাগে এবং নূন্যতম অবদানে সবচেয়ে বেশী দিন রাষ্ট্র পরিচালনা করেছে এবং অধিক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। সল্পত্যাগে বলছি এ জন্য যে, জিয়া যখন দলটি গঠন করেন তখন তিনি অলরেডি ক্ষমতায়, যা ব্যবহার করে খুব সহজেই দল গঠন করতে পেরেছিলেন। আর সে জন্যই বিএনপিতে রাজনীতিবিদের চেয়ে ব্যবসায়ি ও সরকারি আমলার পরিমান অনেক বেশি।

দল হিসেবে যে পরিমান ত্যাগ আওয়ামী লীগ ও জামায়াত কে করতে হয়েছে তার কিছুই বিএনপিকে করতে হয়নি।

আর আবদান?

আবদান বলতে বুঝাতে চাচ্ছি, দেশের সার্থে বা জনগনের জন্য আন্দোলনের মাধ্যমে এমন কোন অর্জন যা তাকে ইতিহাসে স্থান করে দিবে। মানুষকে মনে রাখতে বাধ্য করবে! আওয়ামী লীগের তুলনায় সে তো নগন্য!

হয়তো আমার সাথে অনেকে একমত হবেন না। বলবেন তারা সে সুজোগ পায়নি! তাদের জন্মই সল্পদিনের। কিন্ত আমি বলবো, না! তাদের সামনে দিয়ে এখন সে সুজোগ চলে যাচ্ছে! বর্তমান সেচ্চাচারি সরকার থেকে মানুষ যে মুক্তিটা চাচ্ছে তা এনে দিতে পারা এক বিশাল আবদান! এটাও স্বাধীনতার চেয়ে কম কিছু নয়।

কোন কিছু না করেও তবু বিএনপি কেন এত জনপ্রিয়?

কেন মানুষ বারবার তাদের ভোটদেয়!

কারনটা হল, বিএনপি বহু দলীয় গনতন্ত্রের বাহক। তারা সবার রাজনৈতিক অধিকারে বিশ্বাস করে। বিএনপি ক্ষমতায় থাকলে মানুষ ভারত কর্তৃক আগ্রাসনের ভয়ে ভীত থাকেনা। অন্যদিকে আওয়ামী লীগের ক্ষমতায়নে মানুষ ভারত কর্তৃক আগ্রাসনের স্বীকার হচ্ছে বলে মনেকরে।

আতংকে ব্যাপার হল, বর্তমান সেচ্চাচারি এ সরকার থেকে মুক্তির জন্য বিএনপি ছাড়া কোন বিকল্প এ দেশের মানুষের হাতে নেই। আর অন্যদিকে বর্তমান বিএনপির নেতৃত্ব দেখে কোন ভাবেই বলা যায়না যে, এটি একটি রাজনৈতিক দল।

শুধু বিএনপির জন্য নয়! এ দেশের জন্যও অনেক বড় ক্ষতি হয়ে যাবে যদি বিএনপি একটি শক্তিশালী নেতৃত্ব না পায়। এ দেশের জনগন বিএনপিকে যতটা দিয়েছে বিএনপি এখনো জনগনকে সে তুলনায় কিছুই দিতে পারেনি। ঋন পরিশোধের জন্য হলেও বিএনপিকে জনগনের জন্য কিছু করা উচিত। নিজেদের নেতৃত্ব শক্তিশালী করা উচিত।

৩৮তম প্রতিষ্ঠা বার্ষকীতে জনগনতো বিএনপির কাছে এতটুকু চাইতেই পারে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪১

গেম চেঞ্জার বলেছেন: বিএনপির যা বাকি আছে তা হলো ধূলি-কণা-আবর্জনা!!

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০০

মি্রাজ বলেছেন: খারাপ বলেন নি গেম চেঞ্জার !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.