নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত এখন ও অর্জন হয়নি কিছুই। তবে একটা অর্জন হয়েগেছে!! অন্যায় আর অন্যায়কারীর প্রতিবাদ করতে শিখেগেছি!!! সে যেই হোক।।

মি্রাজ

তানভীরুল হাকিম মিরাজের ব্লগ

মি্রাজ › বিস্তারিত পোস্টঃ

এক অমানুষের আক্ষেপ

০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:৩৯

টিউশনি শেষে পুরান ঢাকা থেকে বাসায় ফিরছিলাম। সন্ধ্যা ৭টা কি ৮টা বাজে। গলির মোড় ঘুরতেই দেখি ১৫-২০ জন লোক রাস্তার পাশে গোল হয়ে জটলা বেধে আছে।জায়গাটা জজ কোর্টের বিপরীতে। উকি দিয়ে দেখি, কাল রাস্তার উপর উপুড় হয়ে একটা মেয়ে পড়ে আছে। সেন্সলেস! বয়স ২০-২৫ হবে। মুখের এক পাশটা দেখা যাচ্ছে আর অন্য পাশটা রাস্তার সাথে লেপ্টে আছে। টক টকে লাল রঙের জামা পরা, হাতে অনেকগুলো চুড়ি, ঠোটে কটকটে লাল লিপিস্টিক।

সামনের ৮-১০ হাত রাস্তা মেয়েটার মুখ থেকে নির্গত পানিতে ভেসে গেছে! গলা কাটা গরুর মত তখনও মেয়েটার মুখ থেকে পানি বের হচ্ছিল! নিশ্চল একটা দেহ থেকে খাবি দিয়ে দিয়ে পানি বেরুচ্ছে। পানির সরু একটা লাইন গিয়ে রাস্তার পাশের ড্রেনে মিশলো।খুব আবাক হয়ে তাকিয়ে আছি! আমার অবাক হওয়ার কারণটা হল, একটা মানুষের পেটে কত পানি থাকতে পারে। এত পানি আসছে কিভাবে মেয়ের পেট থেকে। শ্রেফ পানি। সাথে দানা খাদ্যের ছিটেফোঁটাও নেই। সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে! আমিও।

তখনও স্মার্ট ফোন আর সেলফির প্রচলন ছিলোনা! তাই কাউকে সেলফি বা ছবি তুলতে দেখিনি!!

পোশাক আর সাজসজ্জা দেখেই বোঝাযায় মেয়েটা একজন যৌনকর্মী। পাশেই সন্ধ্যার পর প্রতিদিন ৭-৮ জন যৌনকর্মী কে দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও সেদিন কাউকেই দেখলামনা। অনেকে অনেক মন্তব্য করছে।কেঊ কেউ বললো- “এসব খারাপ মেয়ে ছেলে, এমনই হবে এদের”।কেউ একজন বলে উঠলেন- আহ! মেয়েটি ২-৩ দিন কিছু খায়নি মনে হয়! শুধু পানি থেয়ে…

এরপর আর কে যে কি বললো, আমার কানে ঠিক পৌছালোনা। মাথাটা ভন ভন করে উঠলো। মনে হল, মাথা ঘুরে পড়ে যার। মিনমিন করে বললাম- কেউ ধরছেন না কেন মেয়েটাকে? হসপিটালে নিচ্ছেন না কেন! কিন্ত আমার স্বর শুনে নিজেই ভয় পেয়ে গেলাম। এত নিচু স্বর! নিজের কথা নিজেই শুনতে পাচ্ছিনা। কেউ এগিয়ে এলো না। আমিও না। দু’পা আড়ষ্ট হয়ে গেল আমার। মুখে কথা ফুটছেনা।

নিজেকে প্রশ্ন করতে থাকলাম, আমার কি মেয়েটা কে হসপিটালে নেয়া উচিত?
ভেতর থেকে উত্তর আসলো- অবশ্যই উচিত!
-তা’হলে এগিয়ে যাচ্ছনা কেন?
-আমি কেন যাব? অন্যরাও তো যাচ্ছেনা!
-অন্যরা যাবেনা বলে তুমিও যাবেনা?
-আমার কি ঠেকা পড়েছে। নিজের কাজে যাও!
-সেও একটা মানুষ, তুমিও একটা মানুষ! তুমি দাঁড়িয়ে আছ কেন?
-না, সে মানুষ না। সে একটা খারাপ মেয়ে ছেলে! দেখছোনা কেউ ধরছেনা।
-এদের কেউই তো রাতে মেয়েটার সাথে শোয়! তখন কি সে মানুষ থাকেনা! নাকি তোমরা অমানুষ হয়ে যাও!!
- চুপ। তুমি খুব বেশী বকছো। ভাল সাজতে হবেনা …

হঠাৎ কান্না আর হুড়োহুড়ির শব্দে সম্ভিত ফিরলো। একটা নারী কন্ঠ কান্না জড়ানো কন্ঠে বলছে- “মাইয়াডার কয়দিন থেইক্যা অসুখ। টেহা নাই বইল্যা ২-৩ দিন কিছু খায় নাই। শুধু পানি খাইয়া বের হইছে আইজ! মাথাডা ঘুরায়া পইরা গেছে। ও মরজিনা ধর। ওরে তোল”।

আমাদের সামনে দিয়া ২-৩টা অমানুষ, খারাপ মেয়ে-ছেলে মেয়েটাকে তুলে নিয়ে গেল। আমরা এতোগুলো ভাল মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.