![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকাল অনেকেই রাইস কুকারে ভাত রান্না করেন। কিন্তু রাইস কুকারে পোলাও বিরিয়ানি রান্না? হ্যাঁ, এটাও রাঁধা সম্ভব। যদি আপনার জানা থাকে ঝটপট রেসিপি। আজ শৌখিন রাঁধুনি ফারহিন রহমান নিয়ে এলেন রাইস কুকারে পোলাও রাঁধার চমৎকার একটি রেসিপি। আসুন, জেনে নেই রেসিপিটি। চুলায় গ্যাস নেই তো কী হয়েছে। এখন থেকে রাইস কুকারেই রাঁধতে পারবেন মজার পোলাও।
উপকরণ
- বাসমতি বা পোলাও চাল ৪ কাপ(ধোয়া এবং পানিতে ভেজানো ২০ মিনিৎ)
- তরল দুধ ১ কাপ
- ঘি ২-৩ টেবিল চামচ
- এলাচ ৪/৫ টি
- দারচিনি ২ টি
- তেজপাতা ২ টি
- লবণ সাদ মত
- আদা বাটা ১/২ টেবিল চামচ
- পিঁয়াজ বেরেস্তা হাফ কাপ
- তেল ১/২ কাপ বা প্রয়োজন মত
- লেবুর রস ১ টেবিল চামচ
- কেওড়া জল ১-২ টেবিল চামচ
- আস্ত জিরা ১/৪ চা চামচ( ইচ্ছা )
- চিনি ১/২ চা চামচ
- পানি ৪ থেকে ৫ কাপ
প্রণালি
-প্রথমে রাইস কুকারের কুক বাটন অন করে তেল দিতে হবে।
-এবার তেল একটু গরম হলে একে একে জিরা, এলাচি, দারচিনি, তেজপাতা সামান্য ভেজে পিঁয়াজ বেরেস্তা আর আদা বাটা দিয়ে আরও একটু ভেজে চাল দিয়ে দিতে হবে।
-এরপর চালগুলোকে সামান্য একটু নেড়ে পরিমান মত পানি আর তরল দুধ দিয়ে লবণ, চিনি, লেবুর রস দিয়ে ঢেকে দিতে হবে।
-রান্না শেষের দিকে ঢাকনা খুলে এর মধ্যে কেওড়া জল ও ঘি দিয়ে আবার ঢেকে দিতে হবে।
-রান্না শেষে কুক বাটনটা ওয়ার্ম বাটনে উঠে গেলে ঢাকনা খুলে কিছুক্ষণ রাখতে হবে স্টিমটা বের হবার জন্য।
-এবার পোলাও একটু নেড়ে আর একটু স্টিম বের করে ঢেকে রেখে খাবার সময় গরম গরম পরিবেশন করতে হবে।
-ইচ্ছে হলে ছোট বাটিতে অল্প পোলাও নিয়ে জাফরান বা পছন্দ মত কালার মিশিয়ে পরিবেশনের সময় ওপর দিয়ে সাজিয়ে দেয়া যাবে।
টিপস
-রান্না শেষে পোলাও-এর স্টিমটা বের করে না রাখলে পোলাও বেশী নরম হয়ে যাবে।
-চাল অনুযায়ী পানির পরিমান কম বেশী হতে পারে।
-রাইস কুকারের তেল দিয়ে গরম মশলা আর বাটা মশলা দিয়ে বেশিক্ষণ ভাজা যাবে না, এতে করে কুক বাটনটা ওয়ার্ম বাটনে উঠে যাবে।
- See more at: Click This Link
১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২৬
মির্জা বাড়ির বউড়া বলেছেন: ভাত ছাড়া কি একবেলাও চলে
ভাত তো আমার সংসারেরই একটা অংশ
২| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৭
রাইসুল ইসলাম রাণা বলেছেন: বাহ!
১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩০
মির্জা বাড়ির বউড়া বলেছেন: সুন্দর না?
৩| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০১
এম.এ.জি তালুকদার বলেছেন: মির্জা বাড়ীর বউরা আবার ভাত রাধে?!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩১
মির্জা বাড়ির বউড়া বলেছেন: জামাইয়ের ঝাড়ি যেন খেতে না হয় সেজন্য মাঝে মাঝে রাঁধি
৪| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৩
রুদ্র জাহেদ বলেছেন: এটা আমি পারুম না
১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩২
মির্জা বাড়ির বউড়া বলেছেন: আপনার বউড়া বা গার্লফ্রেন্ড পাড়লেও হবে
৫| ১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪১
খায়রুল আহসান বলেছেন: ব্লগে সুস্বাগতম! এখানে আপনার অবস্থান আনন্দময় হোক!
আশাকরি আপনার এ রেসিপি অনেকেরই কাজে আসবে।
১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৩
মির্জা বাড়ির বউড়া বলেছেন: অণ্যায়ের প্রতিবাদ করাতে আমাকে ব্যান করা হইসে
৬| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১:২৩
সচেতনহ্যাপী বলেছেন: যেহেতু নিজেকেই রান্না করতে হয়, সেখানে এটা এপ্লাই করে দেখাটা দোষ না অবশ্যই।।
০৫ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩
মির্জা বাড়ির বউড়া বলেছেন: আপনার কাজে লাগলেই হয়।
৭| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৯
এম.এ.জি তালুকদার বলেছেন: আপু, সরি। আমি কি এমন বলেছি যে, পরিপ্রেক্ষিতে আপনার উত্তর মুছে গেল। বুঝলাম না।
০৫ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫২
মির্জা বাড়ির বউড়া বলেছেন: নোংরামির প্রতিবাদ করেছিলাম তো তাই আমাকে ব্যান করা হয়েছে।
৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:০৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনি কি এখনও ব্যান হয়ে আছেন ?
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৮
কালনী নদী বলেছেন: ঠিক আছে!