নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত চিন্তা, সুপ্ত প্রতিভা বিকশিত হোক বিশ্বভ্রম্মান্ডের বিশাল বারধিতে।

মিছবাহ উল হক

সত্য, সুন্দর, অনন্ত, অসমাপ্ত ভবিষ্যতের পানে আমার ছুটে চলা।

মিছবাহ উল হক › বিস্তারিত পোস্টঃ

স্পষ্টভাষী শত্রু হতে চাই, নির্বাক মিত্র নয়

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৫

কিছুদিন আগে ছাত্র-ছাত্রীদের ইংরেজিতে স্বতন্ত্র প্রেজেন্টেশনের একটা আয়োজন করেছিলাম। যেখানে আমি শিক্ষার্থী আর তারা শিক্ষক। সবাই মোটামুটি সফলতার সাথে ইংরেজিতে প্রেজেন্টেশন দিল। কেউ কেউ ইংরেজিতে সমস্যার কারনে বাংলায় দিল। সর্বোপরি সবার মাঝে অনেক উৎসাহ উদ্দীপনা ছিল বলার অপেক্ষা রাখে না। কিন্তু এতদস্বত্তে প্রেজেন্টেশনের একসময় এসে আমরা সবাই থমকে গেলাম। ব্যাচের ভালো রেজাল্ট করা একটা ছাত্রী প্রেজেন্টেশনে এসে কিছুই বলছে না। তাকে অভয় দিয়ে বললাম আপনার ইংরেজীতে সমস্যা হলে বাংলায় বলতে পারেন। আশ্চর্য্যজনকভাবে তারপরও তিনি চুপ। তারপর আরো সহজ করে একটা টপিক্স এর উপর বাংলায় আলোচনা করতে বললাম। এবারো তিনি যথারীতি চুপ। আমি কিঞ্চিত হতবাক হয়ে বললামঃ ধন্যবাদ আপনাকে। এরপর দেখি একে একে ব্যাচের বাকি সব ছাত্রী আমাকে হতবাক করে নির্বাক প্রেজেন্টেশন দিল। অনেক হতাশা নিয়ে সেদিনের মত প্রেজেন্টেশন শেষ করে দিলাম। পরেরদিন আবার প্রেজেন্টেশন শুরু করলাম। তখন ব্যাচের আরেক ছাত্রী প্রেজেন্টেশন দিতে আসল আমি গতকালের অভিজ্ঞতা থেকে মনে করলাম তাকেও ধন্যবাদ বলে বিদায় করতে হবে। কিন্তু না উনি আমাকে আসলেই হতবাক করে দিয়ে ইংরেজীতে অনেক ভাল প্রেজেন্টেশন দিল। এইবার আমি ডায়াসে এসে উনাকে অসংখ্য ধন্যবাদ দিলাম এবং নির্বাক প্রেজেন্টেশন প্রদানকারী ছাত্রীদের উদ্দেশ্য এক উপদেশমুলক জ্বালাময়ী ভাষণ শুরু করলাম। ঠিক তখনই ভাল রেজাল্ট করা প্রথম নির্বাক প্রেজেন্টেশন প্রদানকারী ছাত্রী বললঃ স্যার আমি প্রেজেন্টেশন দিব। আমিসহ উপস্থিত সবাই করতালি দিয়ে উনাকে অভিবাদন জানালাম। তিনি ইংরেজীতে অনেক ভাল একটা প্রেজেন্টেশন দিচ্ছিলেন। হঠাত খেয়াল করলাম উনি চোখের পানি মুছছেন। মনে মনে ভাবলাম জ্বালাময়ী ভাষনটা কি বেশি জ্বালাময়ী হয়ে গেল নাকি? আমি আবার অভয় দিয়ে বললাম আপনার প্রেজেন্টেশন অনেক ভাল হচ্ছে। যাক উনি ভাল মত প্রেজেন্টেশন শেষ করলেন। এরপর যা দেখলাম তা রীতিমত অবাক করার মত অনুপ্রেরণামুলক। গতদিন প্রেজেন্টেশন না দেয়ায় সব ছাত্রী উঠে পুনরায় প্রেজেন্টেশন দেয়ার জন্য অনুমতি চাইল এবং সবাই ভাল প্রেজেন্টেশন দিল। প্রেজেন্টেশন শেষে পুনরায় ডায়াসে গিয়ে বললামঃ আমি যে আপনাদের উদ্দেশ্য করে কিছু কঠু কথা বললাম তাতে কেউ যদি কষ্ট পান আমার কিছু করার নাই। কারন আপনাদের ভাল কিছু করার জন্য সহস্রবার আমি আপনাদের স্পষ্টভাষী শত্রু হতে চাই, নির্বাক মিত্র নয়।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২২

মুহামমদ মিনহাজ বলেছেন: ভাল করেছেন ;)

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৪

সুমন কর বলেছেন: ভাল কাজ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.