নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটাই দোষ; আমি মানুষ!!!

মাত্রাতিরিক্ত রকমের জ্ঞেয়ানী জনেরা আমার ব্লগের উটকো অতিথি বলে বিবেচিত হবে।

এম. এ. খসরু নোমান

© লেখকের অনুমতি ব্যতীত এই ব্লগের কোন লেখা সম্পূর্ণ বা আংশিকরূপে কোথাও প্রকাশ করা যাবে না। মোবাইল: ০১৭১১০০১১২৪ Email: [email protected]

এম. এ. খসরু নোমান › বিস্তারিত পোস্টঃ

:-/ :-/ :-/ প্রজন্ম চত্তর থেকে বলছি; এলাকা ভিত্তিক ব্লগারদের নিয়ে প্রোগ্রাম করতে আগ্রহী। :-/ :-/ :-/

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৭





উপরের ইমোগুলো ( :-/ :-/ :-/ ) যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে স্লোগান মুখর ইমো হিসেবে বিবেচিত হবে।



যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে এলাকা ভিত্তিক আন্দোলন গড়ে তোলার জন্য সকল ব্লগারদের দৃষ্টি আকর্শন করছি। অনেকে হয়ত বলতে পারেন যে প্রজন্ম চত্তরে আন্দোলনকে আরো বেগবান করার জন্য সেখানে যোগ দিলে বরং ভালো হয়। আমিও তাই মনে করি, তবে এলাকা ভিত্তিক আন্দোলন করার গড়ে তোলার পিছিনে আমার ধারনাটা একটু ভিন্ন।



বিভিন্ন জেলা শহর থেকে প্রতিদিন শতশত মানুষ প্রযন্ম চত্তরে আসছেন আমাদের আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করার জন্য যা এই আন্দোলনের একটি উল্লেখযোগ্য দিক। তবে এতে করে কিছু সমস্য যে হচ্ছে না তা কিন্তু একদম'ই বলা যাবে না। যেমন ধরুন; দূরের জেলা শহর থেকে ঢাকায় এসে থাকার ব্যপারে কষ্ট হচ্ছে, খাওয়ার কষ্ট হচ্ছে, অনেকে এমন আছেন যাদের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নয়, তবুও স্বাধীনতার চেতনার টান তাদেরকে ধরে রাখতে পারে নাই কোন মতেই। প্রযন্ম চত্তরে আসতে পারাটাই যেন তাদেরকে স্বাধীনতা যুদ্ধে শামিল হওয়ার মতন সুখ দিতে পেরেছে। সত্যি আমরা চাইলে কি না পারি!!! :) :) :)



ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ



আমি হয়ত এক কথায় এই পোষ্ট শেষ করে দিতে পারতাম কিন্তু তাতে করে আপনাদের কাছ থেকে আশানরুপ সাড়া হয়ত পেতাম না। তাই এই বাড়তি কিছু কথা বলতে একরকম বাধ্য হয়েছি। এখন আসেন আসল কথায়।



ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ



আমি আসলে আমার এলাকার ব্লগারদের সাথে একটা গেট-টুগেদার করতে চাচ্ছি। তবে অবশ্যই ঐসব ব্লগারদের সাথে যারা এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেন। যদি আশপাশের এলাকা থেকেও কেউ এসে আমাদের সাথে যোগ দিতে চান তবে তাদের কেও আমরা আমন্ত্রন জানাচ্ছি। আমি দোলাইপাড় এলাকায় আছি, এবং আমার আশপাশের এলাকার সকল ব্লগারদের আমন্ত্রন জানাচ্ছি আমার সাথে যোগাযোগ করার জন্য। আগামী বৃহস্পতি বার আমরা এলাকা ভিত্তিক একটি প্রোগ্রাম করতে চাচ্ছি।



এক্ষেত্রে আমরা দিনের শুরুটা মানব্বন্ধন দিয়ে শুরু করতে চাচ্ছি, এরপর দিনের মাঝামাঝি সময়ে এলাকার ভিতর দিয়ে মিছিল করতে করতে রাস্তায় চলাচলরত মানুষদের আমাদের আন্দোলনের সাথে সম্পৃক্ত হওয়ার আহব্বান জানানো, এবং এরপর বিভিন্ন এলাকার ভিতর দিয়ে মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে শাহাবাগ প্রযন্ম চত্তরে গিয়ে মিছিল শেষ করা। সর্বশেষ আমাদের মিছিলের সাথে যোগদানকৃত নূতন আন্দোলনকারীদের নিয়ে প্রযন্ম চত্তরের আন্দোলনকারীদের আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করার মাধ্যমে আমাদের প্রোগ্রামের সমাপ্তি টানবো।



এরচেয়ে ভালো আইডিয়া যদি কারো কাছে থাকে তবে গেট-টুগেদার এর সময় আমরা সেসব আইডিয়া নিয়ে অবশ্যই আলোচনা করব। আশা করি সকলে যার যার অবস্থান থেকে এই আন্দোলনে শরীক হওয়ার জন্য অবশ্যই সাড়া দিবেন।



ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ

আমি বিশেষ করে যাত্রাবাড়ি, দোলাইপাড়, মীরহাজিরবাগ, দনিয়া, শ্যামপুর, গেন্ডারিয়া, সূত্রাপুর, ধোলাইখাল, ওয়ারী এইসব এলাকার ব্লগারদের আমন্ত্রন জানাচ্ছি আমার সাথে যোগাযোগ করার জন্য। পর্যাপ্ত নিরাপত্তা এবং মিডিয়া কাভারেজ এর ব্যপারে সর্বাত্তক সহায়তা করতে পারব বলে আমি আশা রাখি। আমার জানা মতে এই সকল এলাকায় আমাদের অনেক ব্লগার আছেন এবং সকলেই সাড়া দিবেন বলে আমার বিশ্বাস।

ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ



সকলকে ধন্যবাদ জানিয়ে আমার পোষ্টের ইতি টানছি এবং পোষ্টে যেকোন রকমের ভুলভ্রান্তির জন্য সকলের নিকট আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি।



আমার সাথে যোগাযোগের মাধ্যম নিচে দেয়া হল।



মোবাইলঃ

০১৫৫৭-৭৫২১৪৯,

০১৭১১-০০১১২৪,

০১৮১৯-৪১৯৫০৮,

০১১৯৫-৫০৪২২২



ইমেইলঃ

[email protected]

[email protected]



মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২০

বোকামন বলেছেন: আন্দোলনকে ছড়িয়ে দিতে হবে ....... ভালো উদযোগ

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩১

এম. এ. খসরু নোমান বলেছেন: যার যার অবস্থান থেকে শুরু করা উচিৎ এবং এখনি শুরু করা উচিৎ। উৎসাহ দানের জন্য ধন্যবাদ, এবং সেই সাথে উপরে উল্লেখিত এলাকায় বাসিন্দা হলে যোগাযোগের আহব্বান জানাচ্ছি।

আসলেই ভাই কিছু একটা করতে চাই, এই জাতি বহুদিন ধরে অলস বসে আছে। আমাদের স্বাধীনতার চেতনায় জং ধরে যেতে বসেছিল। যদি এই আন্দোলন শুরু করা না হত তবে হয়ত আগামী প্রযন্মকে দেয়ার মত কিছুই থাকত না। এখন অন্তত বলতে পারব "নে তোদের প্রযন্ম চত্তর দিয়ে গেলাম"

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৩

নায়করাজ বলেছেন: চমৎকার উদ্যোগ। এই রকম আরো উদ্যোগ গ্রহণ করা যায়। প্রত্যেক এলাকায় এই রকম উদ্যোগ নিলে জামাত শিবির দেশ ছেড়ে পালাবে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫২

এম. এ. খসরু নোমান বলেছেন: সহমত প্রকাশ করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.