নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটাই দোষ; আমি মানুষ!!!

মাত্রাতিরিক্ত রকমের জ্ঞেয়ানী জনেরা আমার ব্লগের উটকো অতিথি বলে বিবেচিত হবে।

এম. এ. খসরু নোমান

© লেখকের অনুমতি ব্যতীত এই ব্লগের কোন লেখা সম্পূর্ণ বা আংশিকরূপে কোথাও প্রকাশ করা যাবে না। মোবাইল: ০১৭১১০০১১২৪ Email: [email protected]

এম. এ. খসরু নোমান › বিস্তারিত পোস্টঃ

:( ঢাবির আধুনিক ভাষা ইনস্টিটিউটে ভর্তির ব্যপারে তথ্য দরকার। :(

১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

মিয়া ভাই,

আপনাদের সকলের নিকট বিনীত নিবেদন এই যে, :(( এই অধমের চাইনিজ ভাষা শিক্ষা গ্রহন করা একান্ত আবশ্যক হইয়া পড়ায় আপনাদের দ্বারস্থ হইয়াছি। :| দয়া করিয়া আমাকে আধুনিক ভাষা ইনস্টিটিউটে চীনা ভাষা শিক্ষা কোর্সে ভর্তির ব্যপারে তথ্য সরবরাহ করত বাধিত করিবেন। :)



অতএব, আপনাদের নিকট আকুল অনুরোধ, শর্ট-কাট তথ্য দিয়া বিভ্রান্ত করিবেন না X(( দয়া করিয়া পূর্ন তথ্য দিয়া বাধিত করিবেন। :)



নিবেদক

আপনাদের সহ ব্লগার। :-B

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

ভীতু সিংহ বলেছেন: ওখানকার নোটিস বোর্ডে দেখতে পারেন। বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন ভাষা শিক্ষার কোর্স চালু হয়। তিন মাসের ফাউন্ডেশন কোর্স করতে ৫-৬০০০ টাকা লাগবে। এই কোর্স শেষ হওয়ার পর ১০ মাসের কোর্সে ভর্তি হতে পারবেন। তবে পরীক্ষা দিয়ে টিকতে হবে। বিদেশী ভাষা শিক্ষার জন্য এটাই সবচেয়ে ভালো জায়গা। অন্য কোথাও গেলে ধরা খাওয়ার সম্ভাবনা আছে।

২| ১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

যোগী বলেছেন:
চেং চুং বললেইতো মনে হয় চাইনিজ চাষা শেখা হয়ে যায়, কষ্ট করে আবার কোর্সে ভর্তি হওয়ার দরকার কি?

৩| ১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

হাবিব০৪২০০২ বলেছেন: আমি ২০১০-১১ ব্যচে ছিলাম, জুন মাসে ফরম কিনেছিলাম ১ বছরের লং কোসের জন্য. অক্টোবরে ক্লাস শুরু হয়েছিল.

৩ মাসের সংক্ষিপ্ত কোসও আছে, তবে কখন শুরু হয় সেটা জানতে হবে , এজন্য চীনা ভাষা বিভাগের চেয়্যারম্যান আফজাল স্যারের সাথে যোগাযোগ করতে পারেন- Afzal Sir No: 01819-251916 and 02-8652967
E-mail:[email protected]

এখানে ঢুঁ মারতে পারেন অথবা এখানে

১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২২

এম. এ. খসরু নোমান বলেছেন: ভাই অনেক অনেক ধন্যবাদ। সাবেক ঢাবি বর্তমানে চায়না প্রবাসী আমার এক ভাই আমাকে আফজাল স্যারের কথা বলেছিলেন। আপনার তথ্যগুলো খুবই গুরুত্বপুর্ন।

৪| ১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

হান্টার১ বলেছেন: আমাকে কেও কি জার্মান কোর্সের ব্যাপার এ সাহায্য করতে পারবেন?

৫| ১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

নীল কষ্ট বলেছেন: এখন সার্কুলার হয়েছে। এখনই নতুন সেশনে ভর্তি করাবে।
কয়েক দিনের মধ্যে সরাসরি অফিসে চলে যান। শর্টকোর্সে কেবল কথা বলা শেখানো হয়, পূর্ণমেয়াদের লেখা বলা দুটোই।

৬| ১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

নীল-দর্পণ বলেছেন: আধুনিক ভাষা ইন্সটিটিউটে সার্কুলার দিয়েছে। এই মাসের ২০ তারিখে ফরম জমা দেয়ার শেষ দিন। ইন্সটিটিউটে গিয়ে খবর নিন। বিস্তারিত তথ্য সেখানে পাবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.