![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
© লেখকের অনুমতি ব্যতীত এই ব্লগের কোন লেখা সম্পূর্ণ বা আংশিকরূপে কোথাও প্রকাশ করা যাবে না। মোবাইল: ০১৭১১০০১১২৪ Email: [email protected]
আজ অনেক দিন পর এই ব্লগে আসলাম। এক সময় অনেক সরব ছিলাম, কিন্তু কালের পরিক্রমায় ব্যস্ততার বোঝা এতটাই ভারী হয়ে উঠেছিল যে সময় করে উঠতে পারি নাই। আজ যাও আসিলাম তাও আবার সহায়তা চাওয়ার জন্য। তাই নিজেকে খুব নির্লজ্জ মনে হচ্ছে।
বড়দের কাছে শুনেছিলাম ভিক্ষুকের নাকি লজ্জা থাকতে নেই
তাই পরিচিত কেউ যদি এখন একটিভ থাকেন তাহলে দয়া করিয়া লজ্জা দিবেন না।
আসল কথায় আসি, আমার এক্সেল বিষয়ক একটু সহায়তা প্রয়োজন। আমি একটি বিশেষ এক্সেল ফাইলের একটি কলামের তারিখ ও সময় এর ফরমেট পরিবর্তন করিতে পারিতেছিনা। যারপরনাই চেষ্টা করিবার পরেও আমি অতিষ্ট হইয়া এক্সপার্ট এডভাইস পাওয়ার আশায় ব্লগে আসিলাম।
কলামে এই ভাবে দেয়া আছে
Date & Time
20170518150042
20170518124843
20170518074700
20170518071920
20170517201613
20170517201519
20170517174409
20170517150554
আমি বুঝার সুবিধার জন্য এই ভাবে করতে চাইতেছি কিন্তু এই ফাইলের এই একটা কলামের উপর কোনো ভাবেই কোনো ঝাড়ফুকে কাম হইতেছে না।
Date & Time
2017-05-18 ,15-00-42
2017-05-18 ,12-48-43
2017-05-18 ,07-47-00
2017-05-18 ,07-19-20
2017-05-17 ,20-16-13
2017-05-17 ,20-15-19
2017-05-17 ,17-44-09
2017-05-17 ,15-05-54
এক্সেল ফাইলেটির ডাউনলোড লিঙ্কটি এইখানে
যদি কেউ পারেন তবে বিস্তারিত বর্ননা সহ দিয়ে আমার প্রতি একটু সহায়তার হাত বাড়িয়ে দিয়ে বাধিত করিবেন।
সবাইকে ধন্যবাদ।
২| ১৯ শে মে, ২০১৭ বিকাল ৫:১৩
নিরব জ্ঞানী বলেছেন: Click This Link
৩| ১৯ শে মে, ২০১৭ বিকাল ৫:১৪
নিরব জ্ঞানী বলেছেন: আপনার ফাইলে করেছি। ডাউনলোড করে নিন।।
২৭ শে মে, ২০১৭ রাত ১২:৩২
এম. এ. খসরু নোমান বলেছেন: ভাই আমার ফর্মুলাটা দরকার। আরো অনেক ফাইল আছে ঐগুলো কি করে এডিট করিব? দয়া করে ফর্মুলাটা দিয়ে সহায়তা করিবেন। আপনাকে ধন্যবাদ।
সেই সাথে আরো যারা কমেন্ট করেছেন তাদের সবাইকেও ধন্যবাদ।
৪| ১৯ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫
সুমন কর বলেছেন: ব্লগার নিরব জ্ঞানী, ৩ নং মন্তব্যে সমাধান করে দিয়েছেন।
৫| ১৯ শে মে, ২০১৭ রাত ৯:১৩
চাঁদগাজী বলেছেন:
@নিরব জ্ঞানী ,
ডাউনলোডের জন্য আপনি ফাইলকে যেখানে রেখেছেন, সেই কম্পুটার ও ডিরেক্টরীতে আপনি কিভাবে ফাইল রাখার অনুমতি পেলেন?
৬| ২১ শে মে, ২০১৭ সকাল ১১:০০
নিরব জ্ঞানী বলেছেন: @ চাঁদ্গাজী ভাই,
আপনার যদি একটি জি মেইল একাউন্ট থাকে তাহলে গুগল ড্রাইভে আপনি ফ্রি তে ১৫ জিবি পর্যন্ত যে কোন ফাইল রাখতে পারবেন। সেখানে আপনি ফাইল রেখে সেই ফাইল-এর লিঙ্ক সেয়ার করতে পারবেন। সেই লিঙ্ক থেকে অন্যরা ফাইল ডাউনলোড করে নিরে পারে।
৭| ২৯ শে মে, ২০১৭ সকাল ৯:৩৭
নিরব জ্ঞানী বলেছেন: ফর্মূলাটা এই ফাইলে পাবেন।
৮| ২৯ শে মে, ২০১৭ সকাল ১০:৪৭
অনিমেষ সাহা বলেছেন: ফর্মুলা ছাড়াও custom format এর মাধ্যমে সহজে আপনি এর সমাধান করতে পারেন সেক্ষেত্রে আপনাকে প্রথমে format cells এ গিয়ে এর ভিতরে custom এ যেতে হবে, তারপর custom এর type অপশনের মধ্যে ####-##-##" "","##-##-## এই কোড তা টাইপ করতে হবে। এখানে মনে রাখতে হবে যে আপনার ডিজিট এর শেষের space গুলো remove করতে হবে তানাহলে এটা কাজ করবে না।
©somewhere in net ltd.
১|
১৯ শে মে, ২০১৭ বিকাল ৪:৪৪
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এই ভিডিও দেখলে সাহায্য পাবেন।