নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চল বদলে যাই

যা মনে আসে, তাই বলি এবং সেটাই লেখার চেষ্টা করি.............

মিশুক - ঢাকা

যা মনে আসে, তাই বলি এবং সেটাই লেখার চেষ্টা করি.............

মিশুক - ঢাকা › বিস্তারিত পোস্টঃ

কোলকাতা : ফটো-ব্লগ : ভাইয়ের বিয়ের শপিং ও অন্যান্য : পর্ব - ১

১৩ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

কোলকাতা আমার কাছে বরাবরই আকর্ষনীয়। তবে এবারের ট্যুরটা ছিল পুরোপুরি শপিং নির্ভর। ভাইয়ের বিয়ের যাবতীয় কেনাকাটার জন্যে ছিল এই ট্রিপ।



এই ফটোব্লগে আপনারা কোলকাতার কোন আকর্ষনীয় স্থানের ছবি দেখতে পাবেন না। তবে সেখানে শপিং করার এটা ধারনা পাবেন। যা আমরা ঢাকা থেকে অনেকের কাছ থেকে অনেক কষ্ট করে জোগাড় করেছিলাম।



কোলকাতা যাওয়ার অনেক বাস আছে। আমরা সোহাগ এর বাসে রাতে রওনা দিয়ে দুপুর নাগাদ কোলকাতায় পৌছালাম। হোটেলে উঠে খাওয়া-দাওয়া করে বিশ্রাম। বিকেলে বের হলাম।



:) :) মারকুইজ স্ট্রীট হল ঢাকা থেকে আসা সকল বাসের কেন্দ্র। মারকুইজ স্ট্রীট, মির্জা গালিব স্ট্রীট, সদর স্ট্রীট, নিউ মার্কেট এবং আশে-পাশের এলাকাগুলো হল বাংলাদেশী পরিপূর্ণ। খাবার হোটেল, থাকার হোটেল এই এলাকার সবই বাংলাদেশীদের টার্গেট করে থাকে :) :)









ক্লিক শুরু। @সদর স্ট্রীট _ ১ম দিন







বিকালের চা + শপিং পরিকল্পনা @সদর স্ট্রীট _ ১ম দিন







সন্ধ্যা নেমে এল @মির্জা গালিব স্ট্রীট _ ১ম দিন







পার্ক স্ট্রীট যাওয়ার পথে @মির্জা গালিব স্ট্রীট _ ১ম দিন







পার্ক স্ট্রীট যাওয়ার পথে @মির্জা গালিব স্ট্রীট _ ১ম দিন







শপিং শুরু @ পার্ক স্ট্রীট _ ১ম দিন



:) :) পার্ক স্ট্রীট হল পশ কোলকাতা। এখানে বিয়ের সকল স্পেশাল পোষাকের দোকান রয়েছে। রাঙ্গুলী, সরবোর, সারগাম, বিবাহ-বাড়ী এমন অনেক দোকান আছে এখানে। অনেক জোস কালেকশন এবং দাম ঢাকার শপার্স ওয়ার্ল্ড বা ভাসাবীর থেকে অনেক অনেক কম:) :)







কোলকাতার রিক্সা @ মারকিউইস স্ট্রীট _ ২য় দিন







বিখ্যাত গড়িয়াহাট মার্কেট _ ২য় দিন



:) :) গড়িয়াহাট মার্কেট হল কোলকাতার গাওসিয়া মার্কেট। মেয়েদের সবকিছু এখানে সুলভে পাওয়া যায়। এখানে বেশ কিছু নামকরা শাড়ীর দোকান আছে। ঢাকেশ্বরী বস্ত্রালয় এর মধ্য অন্যতম ক্লাসিক :) :)







গড়িয়াহাট মার্কেট এলাকা_ ২য় দিন







প্রবীণ ক্যাশিয়ার @ ঢাকেশ্বরী বস্ত্রালয়_ ২য় দিন







ক্যাশ কাউন্টারে লতা মুঙ্গেশকর ও সত্যজিত রায়ের ছবি @ ঢাকেশ্বরী বস্ত্রালয়_ ২য় দিন







বড় বাজারের পথে_ ২য় দিন







বড় বাজারের পথে_ ২য় দিন







বড় বাজারের পথে_ ২য় দিন







বড় বাজার_ ২য় দিন





:) :) বড় বাজার হল বাংলাদেশের হকার্স মার্কেটের মত। অত্যন্ত সুলভে আপনি সকল ধরনের বস্ত্র এখানে পাবেন। তবে এখানকার দালাল থেকে সাবধান। একটু ঘুরে নিজেই কিনে নিন:) :)









বড় বাজার_ ২য় দিন







বড় বাজার_ ২য় দিন







ফিরে চলা হোটেলে @ পার্ক স্ট্রীট_ ২য় দিন







সকালে হোটেলের সামনে আড্ডা _৩য় দিন







কটন ক্লাব @ মারকুইজ স্ট্রীট _৩য় দিন







পার্ক স্ট্রীট_৩য় দিন







রাঙ্গুলী @ পার্ক স্ট্রীট_৩য় দিন







রাঙ্গুলী @ পার্ক স্ট্রীট_৩য় দিন







ভেলপুরী @ রাঙ্গুলী @ পার্ক স্ট্রীট_৩য় দিন







@ পার্ক স্ট্রীট_৩য় দিন







@ পার্ক স্ট্রীট_৩য় দিন







@ পার্ক স্ট্রীট_৩য় দিন







@ পার্ক স্ট্রীট_৩য় দিন







মেট্রো শপিং মল @ রাসলে স্ট্রীট _৩য় দিন



:) :) এই মেট্রো শপিং মল -এর খোঁজ আমরা পেয়েছি রাঙ্গুলী থেকে। এখানে আপনি পার্ক স্ট্রীট বা অন্য কোথাও থেকে কেনা দামী শাড়ি বা অন্যান্য পোষাকের সাথে ম্যাচ করে স্যান্ডল ও পার্স কিনতে পারবেন। আরো আছে অনেক কিছু। :) :)





কোলকাতা : ফটো-ব্লগ : ভাইয়ের বিয়ের শপিং ও অন্যান্য : পর্ব - ২



মন্তব্য ২৫ টি রেটিং +১/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

বুবলা বলেছেন: কবে কলকাতা এলেন বললেননা? আমিও গ্রাম থেকে দেড় ঘন্টা ট্রেনে জার্নি করে কলকাতা চলে আসতাম, আপনাদের গাইড হবার জন্য, যাই হোক কেমন কেনাকাটা করলেন? পরের পর্ব কবে পাব?

১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৪

মিশুক - ঢাকা বলেছেন: আপনাকে মিস করলাম........পরের পর্ব শীঘ্রই পাবেন.........ধন্যবাদ

২| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

ব্লকড বলেছেন: আপনার ভাই কি করে? এমন এক্টা সাধের বিয়া |-) |-) |-) |-)

১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১০

মিশুক - ঢাকা বলেছেন: ব্যাবসা করে ভাই............বাংলাদেশের বেশীরভাগ বিয়েতেই ভারতীয় শাড়ীর ছড়াছড়ি থাকে............মোটামুটি সবাই ঢাকা থেকে কিনে............ধন্যবাদ

৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫১

হুংগা বলেছেন: বিয়া করতে মুঞ্চায় :#> :#> :#>

১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১১

মিশুক - ঢাকা বলেছেন: করে ফেলুন...........ধন্যবাদ

৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৪

পাউডার বলেছেন:
ইউসলেস ট্র্যাডিশন অব টিপিকাল হাফকালচার্ড পিউপিল। ইউ সুড বি এশেইমড।

১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৭

মিশুক - ঢাকা বলেছেন: ইংরেজী ঝাড়লেন দেখা যায়........তাও আবার বাংলায়........যাই হোক ভাই, আপনার মত ফুলকালচার্ড হতে পারলামনা..............আমি যা করি তা মন থেকেই করি...............ধন্যবাদ

৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৫

মামু্ন মামু্ন বলেছেন: ফুডানি বালা হইসে......

১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৪

মিশুক - ঢাকা বলেছেন: .....ধন্যবাদ

৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৭

ভুেতরগলি বলেছেন: ভাল লাগল। পরের পর্বের অপেক্ষায়। :)

১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৬

মিশুক - ঢাকা বলেছেন: ধন্যবাদ

৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৫০

ঢাকাবাসী বলেছেন: ভাল লিখেছেন, চমৎকার লাগল!

১৪ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৭

মিশুক - ঢাকা বলেছেন: ধন্যবাদ

৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৮

নাজ_সাদাত বলেছেন: আচ্ছা বলতে পারেন বাংলাদেশ থেকে আগত মেহেমানরা ওই নির্দিষ্ট অঞ্চলটিতেই থাকেন কেন? প্রচুর ভালভাল জায়গা আছে সেখানে না থেকে।

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৮

মিশুক - ঢাকা বলেছেন: অনেক কারন আছে........

* বাংলাদেশের সব বাস ওই এলাকায় থামে। লম্বা জার্নি করে সবাই দ্রুত হোটেলে উঠতে চায়। আবার ফিরে আসার সময়ও ঝামেলা কম হয়।

* বাংলাদেশীদের সবচাইতে জনপ্রিয় "নিউ মার্কেট" এই এলাকায়।

* অনেক বাংলাদেশী খাবার হোটেল আছে।

সব মিলিয়ে এই এলাকায় ঘুরলে মনে হয় বাংলাদেশেই আছি। :)

৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১২

নাজ_সাদাত বলেছেন: পশ্চিমবঙ্গের খাবার দাবার এর সঙ্গে বাংলাদেশের খাবার এর পার্থক্য বিশেষ কিন্তু আমার মনে হয়নি। শুধু ঝালটা ছাড়া।

১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৫

মিশুক - ঢাকা বলেছেন: বিশেষ পার্থক্য নেই। সহমত। তবে কোলকাতায় ভারতের প্রায় সকল রাজ্যেরই খাবার পাওয়া যায়।...............ধন্যবাদ।।

১০| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৪

মোঃ সুজন খান বলেছেন: ভাই আপনার ভারত ভ্রমন কাহিনীর পরের পর্ব কবে আসবে

২৫ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১২

মিশুক - ঢাকা বলেছেন: ২/১ দিনের মধ্যেই। ধন্যবদ।।

১১| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
চমৎকার পোস্ট।
পরের পোস্ট ও দেখতে চাই।

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৭

মিশুক - ঢাকা বলেছেন: ধন্যবদ।।

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৭

মিশুক - ঢাকা বলেছেন: ধন্যবদ।।

১২| ০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১২

দূর আকাশের নীল তারা বলেছেন: বিয়ের সব কেনাকাটাই দেশের জিনিষ কিনেছিলাম। কসমেটিকস কিছু হয়ত ইউরোপের ছিল। কিন্তু ভারতীয় জিনিষকে বরাবরই ত্যাগ করি।

০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২০

মিশুক - ঢাকা বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.