নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিশু মিলন

মিশু মিলন

আমি বর্তমানে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগে লিখি। আমার সকল লেখা আমি এই দুটি ব্লগেই সংরক্ষণ করে রাখতে চাই। এই দুটি ব্লগের বাইরে অনলাইন পোর্টাল, লিটল ম্যাগাজিন এবং অন্য দু-একটি ব্লগে কিছু লেখা প্রকাশিত হলেও পরবর্তীতে কিছু কিছু লেখা আমি আবার সম্পাদনা করেছি। ফলে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগের লেখাই আমার চূড়ান্ত সম্পাদিত লেখা। এই দুটি ব্লগের বাইরে অন্যসব লেখা আমি প্রত্যাহার করছি। মিশু মিলন ঢাকা। ৯ এপ্রিল, ২০১৯।

মিশু মিলন › বিস্তারিত পোস্টঃ

অস্ত্রের চেয়ে কলম এত শক্তিশালী! জয়তু কলম!

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৯

কয়েকিদন আগেই জামাতের সাবেক নেতা, চার পাকিস্থানীসহ হরকাতুল জিহাদ, আল্লার দলের ১৬ জন নেতাকর্মী গ্রেফতার হয়েছে। গ্রেফতারের সময় তাদের কাছে পাওয়া গেছে ১ কোটি ২৯ লাখ ভারতীয় জাল মুদ্রা, আটটি হাত বোমা, বোমা তৈরির সরঞ্জাম ইত্যাদি। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় তারা হত্যা ও হামলার পরিকল্পনা করছিল। তাদের যোগসূত্রের মাধ্যমে তাদের কর্মকান্ড ছিল দেশ বিরোধী। এ ব্যাপারে কোন সন্দেহ নেই। ১৬ জনের মধ্যে শুধুমাত্র চার পাকিস্থানিকেই নেওয়া হয়েছে সাত দিনের রিমান্ডে। বাকীদের চার, তিন এবং দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আর শুধুমাত্র মত প্রকাশের জন্য তিন ব্লগারকে নেওয়া হয়েছে সাত দিনের রিমান্ডে! এই সাত দিনে খুঁচিয়ে খুঁচিয়ে ওদের কাছ থেকে কি তথ্য বের করবে গোয়েন্দারা! ওরা তো কোন নাশকতার পরিকল্পনা করেনি, দেশ বিরোধী চক্রান্তে লপ্ত হয়নি কোন আন্তর্জাতিক চক্রের সঙ্গে। ওদের কাছে কোন ধরণের অন্ত্রও পাওয়া যায়নি। তারপরও ওদের জন্য বরাদ্দ সাত দিনের রিমান্ড! অস্ত্রের চেয়েও কলমকে এত ভয় সরকারের! অস্ত্রের চেয়ে কলম এত শক্তিশালী! জয়তু কলম!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৫

শফিউল আলম চৌধূরী বলেছেন: Cause & Effect....

২| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:০০

মহাসচিব বিশ্ব ব্লগ সংস্থা বলেছেন: ব্লগার জরিপে অংশ নিয়ে আপনার মতামত জানানোর জন্য আহবান করছি।

৩| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:১৪

রাজীব নুর বলেছেন: তিনজন ব্লগার গ্রেফতার এবং সাতদিনের রিমান্ডে! আচ্ছা, এই ব্লগার'রা কি দেশের সাথে বেইমানী করেছে ? অথবা কোনো পুলিশের মাথা থেতলে দিয়েছে বা গাড়ি বাসে আগুন দিয়েছে? ব্লগ কোনো অপরাধীদের জগত নয়, আলোকিত মানুশের জগত।আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এখন দুঃসময় চলছে।অস্ত্রের চেয়ে কলম অনেক শক্তিশালী। অনেক নেতা এবং মাওলানা'রা বুঝেই না ব্লগ কি জিনিস। হুদাই, চিলের পেছনে ছুটাছুটি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.