নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিশু মিলন

মিশু মিলন

আমি বর্তমানে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগে লিখি। আমার সকল লেখা আমি এই দুটি ব্লগেই সংরক্ষণ করে রাখতে চাই। এই দুটি ব্লগের বাইরে অনলাইন পোর্টাল, লিটল ম্যাগাজিন এবং অন্য দু-একটি ব্লগে কিছু লেখা প্রকাশিত হলেও পরবর্তীতে কিছু কিছু লেখা আমি আবার সম্পাদনা করেছি। ফলে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগের লেখাই আমার চূড়ান্ত সম্পাদিত লেখা। এই দুটি ব্লগের বাইরে অন্যসব লেখা আমি প্রত্যাহার করছি। মিশু মিলন ঢাকা। ৯ এপ্রিল, ২০১৯।

মিশু মিলন › বিস্তারিত পোস্টঃ

দুই বন্ধুর কথপোকথন:

০৩ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

হাবা: ব্লগারদের গ্রেফতারের ব্যাপারে দেশের সুশীল সমাজ! বুদ্ধিজীবিরা চুপ করে ক্যান? ওনারা তো কিছু কইতে পারে?

গোবা: সাধে কি আর মানুষ তোরে হাবা কয়!

হাবা: ক্যান?

গোবা: আরে ব্যাটা, চুপ না থাকে উপায় কি ক? বেশির ভাগেরই তো কলমের নিব বেঁচে দেওয়া।

হাবা: ওনারা দুই মুখো কলম কিনবার পারে না?

গোবা: তুই শালা সত্যিই পাঁতি হাবা!

হাবা : আরে ব্যাটা এদের কলমের দৃশ্যমান মাথা একটা। কিন্তু আদৃশ্য মাথা হাজারটা। সুযোগ বুঝে বাইর হয় সেগুলো। গণজাগরণ দেইখ্যা বোজস নাই, শুরুতে যারা রসিকতা করে উড়ায় দিল। থম মারে থাকলো। তারপর সবুজ বাতি দেইখ্যা তারাই হাচড়-পাচড় করে ক্যামেরার সামনে আইলো। পত্রকায় লিখলো। টক শো গরম করলো। কত কি!

হাবা: ও বুচ্ছি। তয় ব্লগার ইস্যু নয়া কেউ কথা কইবে না রে। পেছনে যতই ধর্মবিরোধী কথা কোক, এরা সামনে আইবে না বাজার মাইর খাওনের ভয়ে।

গোবা: এই বাজারই যত নষ্টের গোরা রে হাবা! কালে কালে আরও কত কি দেখবি! একটা সময় ডানহাত-বামহাত আছিল। এহন তো বামহাতের বাজার খারাপ। তাই সবাই প্রগতিশীল হওনের জন্যে বুলি আওরায় বাম হাতের আর খ্যামটা নাচে ডান হাতের হালুতে। সব ঐ বাজারের দোষ! বাজার সব পারে!





মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২০

সুমাইয়া বরকতউল্লাহ বলেছেন: ভাইয়া আমিও একটা সুন্দর ছড়া লিখেছি। তুমি আগে পড়ো তারপর তোমারটা পড়ব। বুঝেছ এবার?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.