নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিশু মিলন

মিশু মিলন

আমি বর্তমানে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগে লিখি। আমার সকল লেখা আমি এই দুটি ব্লগেই সংরক্ষণ করে রাখতে চাই। এই দুটি ব্লগের বাইরে অনলাইন পোর্টাল, লিটল ম্যাগাজিন এবং অন্য দু-একটি ব্লগে কিছু লেখা প্রকাশিত হলেও পরবর্তীতে কিছু কিছু লেখা আমি আবার সম্পাদনা করেছি। ফলে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগের লেখাই আমার চূড়ান্ত সম্পাদিত লেখা। এই দুটি ব্লগের বাইরে অন্যসব লেখা আমি প্রত্যাহার করছি। মিশু মিলন ঢাকা। ৯ এপ্রিল, ২০১৯।

মিশু মিলন › বিস্তারিত পোস্টঃ

হাতছানি দেয় নলিয়ার মেলা, নিষিদ্ধ বকুল

১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:০৫

কুমোর বধূর আদুরে হাতের পোড়া মাটির পুতুল হবার বাসনা ব্যাকুল

হাতছানি দেয় নলিয়ার মেলা

নিষিদ্ধ বকুল।

ধুলো ভাঙা পা, ঘোর লাগা চোখ। মেলাখোলায় কি খুঁজেছিলে তুমি,

বাল্যকালের ঘুম ভাঙা-বেভুলো কিশোর?

মেঘের পালক ফুঁড়ে নেমে আসা মায়া লাগা রোদ!

অবোধ বালিকার হাতে ঘরে ফেরে কুমোর বধুর আদুরে হাতের পোড়া মাটির পুতুল

হাতি-ঘোড়া সহযোগে চলে নকল রাজার কুমার অপলক চোখের কাঠের রাজকুমারীরে নিয়ে সাথে

কাগজের ঠোঙায় মধু ময়রার জিলাপি ভালবাসা হয়ে যায় যুবক-যুবতীর হাতে।

উপেক্ষায় ঠেলে দিয়ে প্রতীক্ষার ভেলা, হেলায়-ফেলায়

মেলার উজানে খেলায় যায় যে বেলা। ভুলে যায় বেভুলো কিশোর-

প্রতিদিনের সন্ধ্যা নামে নির্জন বিলের ভেতর!

নক্ষত্রের বেসাতি সাজিয়ে যুবতী জোছনা নামে মেলাখোলায়

বঞ্জুল বনের খোঁপায় খেলা করে বেশুমার জোনাক ফুল

মেলার ভিড়ে অচেনা মরদ খুঁজে ফেরে নিষিদ্ধ বকুল।

দূর থেকে দুরু দুরু বুকে বেভুলো কিশোর অনিবার কৌতুহলী চোখে চেয়ে দেখে

মেলার ভিড়ে হারিয়ে যায় জোছনার অকুঞ্চন আঁচল টেনে- কটিদেশে তার বেগানা মরদের হাত।

কোথায় হারায়?

নিকষ কালো নোনা মনিবন্ধ প’রে গলায় ঘাসে লুটায়ে বিস্রস্ত চুল

বঞ্জুল বনে গন্ধ ছড়ায় নিষিদ্ধ বকুল!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.