নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিশু মিলন

মিশু মিলন

আমি বর্তমানে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগে লিখি। আমার সকল লেখা আমি এই দুটি ব্লগেই সংরক্ষণ করে রাখতে চাই। এই দুটি ব্লগের বাইরে অনলাইন পোর্টাল, লিটল ম্যাগাজিন এবং অন্য দু-একটি ব্লগে কিছু লেখা প্রকাশিত হলেও পরবর্তীতে কিছু কিছু লেখা আমি আবার সম্পাদনা করেছি। ফলে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগের লেখাই আমার চূড়ান্ত সম্পাদিত লেখা। এই দুটি ব্লগের বাইরে অন্যসব লেখা আমি প্রত্যাহার করছি। মিশু মিলন ঢাকা। ৯ এপ্রিল, ২০১৯।

মিশু মিলন › বিস্তারিত পোস্টঃ

ওগো বোষ্টুমি, তুমি নোনা ধরা দেউড়িতে প্রাণ ফেরাও

৩০ শে জুন, ২০১৩ বিকাল ৫:৪৪

কেন বোষ্টুমি তুমি এই অসময়ে গাইলে ভাঙা দেউলের গান

ছিলো তো অনেক রঙ। প্রায় সবটুকু দু-ডানায় নিয়ে গেছে শুষে

যতটুকু আছে, তাও ভরিয়ে দিতে চাও গৈরিকে!



ওগো বোষ্টুমি, তুমি থামাও, থামাও তোমার ঐ একতারার তান

সবই তো ধুলোয় মিশেছে, যতটুকু আছে অবশিষ্ট ভাঙা দেউড়ি

তাও হবে বিরান শ্মশান!



ওগো বোষ্টুমি, এই রাতে বাইরে দারুণ বৃষ্টি, জামতলায় বাঁচবে না কাপড়

বরং লাগবে জামের দাগ!

ভিজো না তুমি, দেউড়িতে দু-দন্ড বসে যাও।

তুমি এলে দেউড়ি জাগবে

দেউড়ির গায়ে জেগে উঠবে মুছে যাওয়া হাজারো গান

তোমার যত ইচ্ছে তুমি গাও

সারারাত ধরে গাও, কাকভোর অব্দি গাও

ওগো বোষ্টুমি, তুমি নোনা ধরা দেউড়িতে প্রাণ ফেরাও!



মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৩ বিকাল ৫:৪৭

অপূর্ণ রায়হান বলেছেন: দারুন ++++++++

৩০ শে জুন, ২০১৩ বিকাল ৫:৫০

মিশু মিলন বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।

২| ৩০ শে জুন, ২০১৩ বিকাল ৫:৪৭

কান্ডারি অথর্ব বলেছেন:

কেন বোষ্টুমি তুমি এই অসময়ে গাইলে ভাঙা দেউলের গান
ছিলো তো অনেক রঙ। প্রায় সবটুকু দু-ডানায় নিয়ে গেছে শুষে
যতটুকু আছে, তাও ভরিয়ে দিতে চাও গৈরিকে!


ওগো বোষ্টুমি, তুমি নোনা ধরা দেউড়িতে প্রাণ ফেরাও!


+++++++++++++ দারুণ লিখেছেন।

৩০ শে জুন, ২০১৩ বিকাল ৫:৫১

মিশু মিলন বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল থাকুন।

৩| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:০৪

স্বপ্নবাজ অভি বলেছেন: দারুন ++++++++

৪| ৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১৪

মিশু মিলন বলেছেন: ধন্যবাদ।

৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:০৯

স্ণরণ শেখ বলেছেন: বোষ্টুমি মানে কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.