নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিশু মিলন

মিশু মিলন

আমি বর্তমানে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগে লিখি। আমার সকল লেখা আমি এই দুটি ব্লগেই সংরক্ষণ করে রাখতে চাই। এই দুটি ব্লগের বাইরে অনলাইন পোর্টাল, লিটল ম্যাগাজিন এবং অন্য দু-একটি ব্লগে কিছু লেখা প্রকাশিত হলেও পরবর্তীতে কিছু কিছু লেখা আমি আবার সম্পাদনা করেছি। ফলে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগের লেখাই আমার চূড়ান্ত সম্পাদিত লেখা। এই দুটি ব্লগের বাইরে অন্যসব লেখা আমি প্রত্যাহার করছি। মিশু মিলন ঢাকা। ৯ এপ্রিল, ২০১৯।

মিশু মিলন › বিস্তারিত পোস্টঃ

মানুষ

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৪

মানুষ কি কেবলই মানুষ হবে, কিছুটা পাখি হ’লে ক্ষতি কী?
খড়-কুটোয় ঘর বেঁধেও পাখিরা স্বপ্ন দ্যাখে আকাশ ছোঁয়ার
ওদের স্বপ্নগুলো মানুষের স্বপ্নের মতো কংক্রিটে গাঁথা নয়
ওদের আকাশটাও মানুষের আকাশের মতো ধাতু মোড়ানো নয়।
ওরা স্বপ্ন দ্যাখে, স্বপ্ন ছোঁয়, আকাশ ছোঁয় দু-ডানায় ভর রেখে
মানুষও আকাশ ছোঁয়- মানুষের পাঁজরের ওপর দাঁড়িয়ে!

মানুষ কি কেবলই মানুষ হবে, কিছুটা বাতাস হ’লে ক্ষতি কী?
বাতাসের নেই বর্ণবিদ্বেষ, তাই অসংকোচে হয়-
কালো মেঘ-সাদা মেঘের সারথী,
হিমালয়ের শরীর থেকে অলংকারের মতো খুলে নিয়ে আসে
কুয়াশাময় স্বস্তির শীতলতা,
গরমের দুপুরে দক্ষিণের সমুদ্র পাড়ি দিয়ে
জনপদে ঢুকে রোদে পোড়া শরীরের ঘাম
কেমন চুমোয় চুমোয় শুষে নেয়।

মানুষ কি কেবলই মানুষ হবে, কিছুটা নদী হ’লে ক্ষতি কী?
পদ্মা না হোক, যমুনা না হোক
হোক কৃশকায় চন্দনা নদী;
জনপদের ভাগ্য বদলাবার সামর্থ্য নাইবা থাকল চন্দনার
দিনান্তে কিছু খেটে খাওয়া মানুষের উদোম শরীরে
প্রশান্তি তো দিতে পারে।

মানুষ কি কেবলই মানুষ হবে, কিছুটা পাহাড় হ’লে ক্ষতি কী?
হিমালয় কিংবা কাঞ্চনজঙ্ঘা না হোক
হোক অন্তত অনুচ্চ গারো পাহাড়;
উচ্চতার গৌরব নাইবা থাকলো গারো পাহাড়ের
অজস্র প্রাণের আলয় হবার মমতা তো রাখে বুকে।

মানুষ কি কেবলই মানুষ হবে, কিছুটা বৃক্ষ হ’লে ক্ষতি কী?
বট-অশ্বথ না হোক, হিজল-শিরীষ বা অর্জুন-সেগুন না হোক
হোক একটা ভাঁট কিংবা আশশ্যাওড়ার গাছ
একটা মাকড়সা অন্তত জাল বুনে থাকুক।

মানুষ যদি কিছুটা পাখি হতো, কিছুটা বাতাস হতো
কিছুটা নদী, পাহাড় কিংবা বৃক্ষ হতো
তবে হয়ত মানুষের হৃদয়ে গ’ড়ে উঠত না
অজস্র হিংস্র প্রাণির বীভৎস অভয়ারণ্য।



ঢাকা।
০৭.০৯.১৩

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০০

চেঙ্গিস খাঁন বলেছেন: ভাল লাগল ;)

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৩

মিশু মিলন বলেছেন: আনেক ধন্যবাদ। ভাল থাকুন।

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৭

বাতায়ন এ আমরা কজন বলেছেন: অসম্ভব ভালো লাগলো,

আসলেই তাই,
আমরা মানুষেরা মানুষ হতে গিয়ে আসলে কিছুই হইনা,
আমরা মানুষ হতে গিয়ে মেশিন হই, পশু হই,
হই আরো বহু কিছু, কিন্তু মানুষ হই না।

আমি একটা বিষয় কখনই বুঝি না,
মানুষকে কেন আবার মানুষ হতে হবে,
তাহলে যে শিশু জন্মায়, সে কী?
আসলে,
মানুষ, মানুষ হিসাবেই আসে,
চারিপাশের অসম ও অসুস্থ প্রতিযোগিতা
সময়ের সাথে সাথে তাকে অমানুষ করে তোলে,
আমাদের সমাজ-সমাজব্যবস্থা মানুষকে মানুষ রাখেনা।

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০১

মিশু মিলন বলেছেন: আপনার সুন্দর মানসিকতার জন্য ধন্যবাদ এবং শ্রদ্ধা। আপনিও দারুণ লিখেছেন। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.