নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিশু মিলন

মিশু মিলন

আমি বর্তমানে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগে লিখি। আমার সকল লেখা আমি এই দুটি ব্লগেই সংরক্ষণ করে রাখতে চাই। এই দুটি ব্লগের বাইরে অনলাইন পোর্টাল, লিটল ম্যাগাজিন এবং অন্য দু-একটি ব্লগে কিছু লেখা প্রকাশিত হলেও পরবর্তীতে কিছু কিছু লেখা আমি আবার সম্পাদনা করেছি। ফলে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগের লেখাই আমার চূড়ান্ত সম্পাদিত লেখা। এই দুটি ব্লগের বাইরে অন্যসব লেখা আমি প্রত্যাহার করছি। মিশু মিলন ঢাকা। ৯ এপ্রিল, ২০১৯।

মিশু মিলন › বিস্তারিত পোস্টঃ

চিরল নারিকেল পাতার শিঙা বাঁশি শিস দিয়ে এখনও ডাকে-দগ্ধ দুপুরে

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৮

চিরল নারিকেল পাতার শিঙা বাঁশি শিস দিয়ে এখনও ডাকে-দগ্ধ দুপুরে। ধূসর দুপুর ফুঁড়ে, ঢুঁড়ো গাবগাছের উদোর থেকে উঁকি দেয় ধুলো মলিন দূরন্ত বালকবেলা। চুল এলোমেলো, শরীরে সাদা স্যান্ড গেঞ্জি, পরনে হাফপ্যান্ট। হাতে মহিষের শিং এর মতো শিঙা বাঁশি, বা-হাতে ঘড়ি-সেও ঐ নারিকেল পাতার। বিষ্ময়ের ঘোরলাগা, মায়াভরা কালো দুটো চোখ আমার ওপর স্থির! আমাকে খুঁটে খুঁটে দ্যাখে.....। আমার মন কেমন করে ওঠে.....!



দুপুরগুলো ছিল চঞ্চল। পায়ে বাজতো পাতার নূপুর-মল। কস্তুরীফুল খোঁপায় গুজে খলবলিয়ে বলতো কথা, খলখলিয়ে হাসতো। ডাহুক পাখি মুখ বাড়িয়ে দুপুরের কানে কানে কি যেন বলতো! গাব-বট, বাঁশবনের গভীর নিবিড় ছায়ায় দুপুরগুলো মুখ লুকোতো, বুক লুকোতো!



দুপুরগুলো সঙ্গপ্রিয়, দুপুরগুলো উৎসবমুখর, দুপুরগুলো নূপুর পায়ে উত্তর মাঠে নিতম্বে-বক্ষে, ঢেউ তুলে নাচতো!



এখন দুপুরগুলো সঙ্গহীন, এখন দুপুরগুলো উৎসব বিমুখ, এখন দুপুরগুলো, কান্ত, অবসন্ন, বিষন্ন!





মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:

দগ্ধ দুপুরে চাই বৃষ্টির অবিরাম ধারা। ++++ সুন্দর লেখনী।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৩

মিশু মিলন বলেছেন: হুম। ধন্যবাদ।

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: সুন্দর ! পড়ে ভালা লাগলো!

০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৫

মিশু মিলন বলেছেন: অনেক ধন্যবাদ। শুভেচ্ছা!

৩| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১:৫২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ! দারুন লাগল!!

০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৪

মিশু মিলন বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.