নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিশু মিলন

মিশু মিলন

আমি বর্তমানে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগে লিখি। আমার সকল লেখা আমি এই দুটি ব্লগেই সংরক্ষণ করে রাখতে চাই। এই দুটি ব্লগের বাইরে অনলাইন পোর্টাল, লিটল ম্যাগাজিন এবং অন্য দু-একটি ব্লগে কিছু লেখা প্রকাশিত হলেও পরবর্তীতে কিছু কিছু লেখা আমি আবার সম্পাদনা করেছি। ফলে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগের লেখাই আমার চূড়ান্ত সম্পাদিত লেখা। এই দুটি ব্লগের বাইরে অন্যসব লেখা আমি প্রত্যাহার করছি। মিশু মিলন ঢাকা। ৯ এপ্রিল, ২০১৯।

মিশু মিলন › বিস্তারিত পোস্টঃ

এই উপহার আমি পৌঁছে দেব কোথায়

১৭ ই মে, ২০১৫ দুপুর ১২:৩০

বহুদিন পর আমি ফিরে গেছি সেই চেনা জনপদে, বেখেয়াল কিশোরের ছিদ্র পকেটের আধুলির মতো একদিন যেখান থেকে গড়িয়ে পড়েছিলাম অবহেলায়। গড়তে, গড়তে....গত হলো কত পথ! বহুদিন পর আমি ফিরে গেছি বোতামখোলা খোলা, ঘাসের জামা পরা সেই পথে। বহুদিন পর আমি ফিরে গেছি সেই উত্তরের মাঠে, চেনা বিলের শরীরের গন্ধে আপ্লুত হয়েছি ভীষণ! বহুদিন পর আমি পা ছুঁইয়েছি বন্ধুর বাড়িয়ে দেওয়া ফুটবলে!

পানাপুকুরের পাড়ে এক আত্মীয়ের সঙ্গে দেখা। মাথার মাঝখানে টাক, বাকি চুলগুলো সাদা, মুখেও কদম ফুলের মতো খোঁচা খোঁচা সাদা দাড়ি-গোঁফ। বয়সের ভারে ঈষৎ শীর্ণ বাঁকা শরীর।
আমি বলি, ‘কেমন আছেন?’
‘শরীররটা ভাল না। তুই কেমন আছিস?’
‘ভাল।’
আমাকে আপাদমস্তক দেখতে থাকেন আমার আত্মীয়। তারপর বলেন, ‘আবার আসার সময় আমার জন্যে এইরম এট্টা সাদা জামা আর এট্টা কালা প্যান নিয়ে আসিস।’
আমি ঘাড় নেড়ে বিনয়ের সাথে বলি, ‘আনবো...!’

স্বপ্নটা ভেঙে যেতেই আমি চোখ মেলে তাকাই। কোথায় সেই পথ! কোথায় উত্তরের মাঠ, বিল আর কোথায়ই বা বন্ধুর বাড়িয়ে দেওয়া ফুটবল! আমি শুয়ে আছি প্রতিদিনের একঘেয়ে বিছানায়; একা! হঠাৎ স্বপ্নে দেখা আমার আত্মীয়ের মুখ মনে প’ড়ে যায়। বহুদিন আগেই তিনি পৃথিবী থেকে নিয়েছেন বিদায়।
সাদা জামা, কালো প্যান্ট! এই উপহার আমি পৌঁছে দেব কোথায়!


ঢাকা।
২১.০২.১৪

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৫ দুপুর ১:২২

হাসান মাহবুব বলেছেন: বিষণ্ণ নস্টালজিয়ার স্বপ্নীল অনুভূতি আমাকেও কিছুটা ছুঁয়ে গেলো।

১৭ ই মে, ২০১৫ রাত ৮:৪৯

মিশু মিলন বলেছেন: ধন্যবাদ সুপ্রিয়........

ভাল থাকুন।
শুভকামনা নিরন্তর..........

২| ১৭ ই মে, ২০১৫ দুপুর ২:১৪

সুখেন্দু বিশ্বাস বলেছেন: দারুন লিখেছেন স্বপ্ন কথা।

অনেক অনেক শুভেচ্ছা রইলো।

১৭ ই মে, ২০১৫ রাত ৮:৫৪

মিশু মিলন বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় সুখেন্দু দা।

ভাল থাকবেন।

শুভকামনা সবসময়.........

৩| ১৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭

দীপংকর চন্দ বলেছেন: স্বপ্নের বিষণ্ন চিত্রায়ণ ছুঁয়ে গেলো মন!

অনিঃশেষ শুভকামনা।

অনেক ভালো থাকবেন ভাই । সবসময়।

১৭ ই মে, ২০১৫ রাত ৮:৫৯

মিশু মিলন বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় দীপংকর দা।

আপনিও অনেক অনেক ভাল থাকবেন।

শুভকামনা নিরন্তর...........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.