নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বর্তমানে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগে লিখি। আমার সকল লেখা আমি এই দুটি ব্লগেই সংরক্ষণ করে রাখতে চাই। এই দুটি ব্লগের বাইরে অনলাইন পোর্টাল, লিটল ম্যাগাজিন এবং অন্য দু-একটি ব্লগে কিছু লেখা প্রকাশিত হলেও পরবর্তীতে কিছু কিছু লেখা আমি আবার সম্পাদনা করেছি। ফলে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগের লেখাই আমার চূড়ান্ত সম্পাদিত লেখা। এই দুটি ব্লগের বাইরে অন্যসব লেখা আমি প্রত্যাহার করছি। মিশু মিলন ঢাকা। ৯ এপ্রিল, ২০১৯।
অর্শ, ভগন্দর, একশিরার কবিরাজি চিকিৎসার;
ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনের, তন্ত্র সাধনার, নষ্ট রাজনীতিকের
আর ওয়াজের পোস্টারে ভরা থাকে আমাদের দেয়াল
আজ এই জনপদের জঠরে ভীষণ অসুখ!
কোথায় হারিয়ে গেল দেয়ালে দেয়ালে আলপনা আঁকা,
স্লোগান আর কবিতার পংক্তি লেখা সেই ছেলে-মেয়েগুলো?
এখন যুবকেরা বেহেশতি হুর আর শারাবান তহুরার লোভে
বিভোর থাকে ওয়াজ মাহফিলে।
আবার যখন নষ্টদের পোস্টার সরিয়ে
আলপনা আঁকা হবে দেয়ালে
স্লোগান আর কবিতার পংক্তিতে ভরে উঠবে দেয়াল
ওয়াজের পোস্টার ছিঁড়ে সাঁটানো হবে নাটক আর পালাগানের পোস্টার
তখন এই জনপদের জঠরের অসুখ হবে উপশম।
এই ব্যথা ভারাক্রান্ত জনপদ সেই দিনের অপেক্ষায়!
ঢাকা
৯ এপ্রিল, ২০২৩
০৯ ই এপ্রিল, ২০২৩ রাত ৮:২০
মিশু মিলন বলেছেন: জেগে উঠলেই ভালো। ধন্যবাদ।
২| ১০ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:২০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা লিখেছেন।
ভাষা অতি মনোরম।
১০ ই এপ্রিল, ২০২৩ রাত ৮:০২
মিশু মিলন বলেছেন: অনেক ধন্যবাদ।
৩| ১১ ই এপ্রিল, ২০২৩ সকাল ৭:৫৮
আমি সাজিদ বলেছেন: এখন কিছু ভবিষ্যৎ বক্তা এসেছেন যারা নিজেদের স্কলার দাবী করেন। এরা কথায় কথায় কেয়ামত আর জাহান্নামের কথা বলেন। শুনলেই হতাশ লাগা স্বাভাবিক। বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে, ধর্মকে ঠিক রেখে, জ্ঞান বিজ্ঞানে কিভাবে এগিয়ে যাওয়া যাবে তা নিয়েই বিস্তারিত বলা উচিত।
১১ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:০৮
মিশু মিলন বলেছেন: জ্ঞান-বিজ্ঞান থেকে আমরা ক্রমশ দূরে সরে যাচ্ছি, আমরা তলিয়ে যাচ্ছি।
©somewhere in net ltd.
১| ০৯ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৩০
কামাল১৮ বলেছেন: হারিয়ে যায়নি।তারা আবার জেগে উঠবে সময় হলে।