নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিশু মিলন

মিশু মিলন

আমি বর্তমানে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগে লিখি। আমার সকল লেখা আমি এই দুটি ব্লগেই সংরক্ষণ করে রাখতে চাই। এই দুটি ব্লগের বাইরে অনলাইন পোর্টাল, লিটল ম্যাগাজিন এবং অন্য দু-একটি ব্লগে কিছু লেখা প্রকাশিত হলেও পরবর্তীতে কিছু কিছু লেখা আমি আবার সম্পাদনা করেছি। ফলে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগের লেখাই আমার চূড়ান্ত সম্পাদিত লেখা। এই দুটি ব্লগের বাইরে অন্যসব লেখা আমি প্রত্যাহার করছি। মিশু মিলন ঢাকা। ৯ এপ্রিল, ২০১৯।

মিশু মিলন › বিস্তারিত পোস্টঃ

আমি একটু অন্যরকমভাবে বাঁচি

১০ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৪২

সবাই যেমন বাঁধানো পথে হাঁটে
যেমন ক’রে ফসল ফলায় মাঠে
আমি নাই-বা হলাম তাদের মতো।

আমি না হয় বাড়াই পা
নিষ্ফলা-শৈলজ-তুষারাবৃত পথে।

সবাই যেমনভাবে দ্যাখে
যেমন ক’রে একইরকম সুখের ছবি আঁকে
যেমনভাবে কারিকুরি ক’রে বাঁচে
আমি নাই-বা হলাম তাদের মতো।

আমি না হয় একটু অন্যভাবে দেখি
অন্যরকম শৈলীতে সুখের ছবি আঁকি
আমি একটু অন্যরকমভাবে বাঁচি।

অন্যপথে হাঁটা মানেই- অগস্ত্যযাত্রা নয়
অন্যভাবে দেখা মানেই- ভুল দেখা নয়
অন্যভাবে আঁকা মানেই- অশ্লীলতা নয়
অন্যভাবে বাঁচা মানেই- নষ্ট জীবন নয়।

গতানুগতিকের এই যুগে অনুগামীদের ভিড় ছেড়ে
উপহাস-কটাক্ষ পিছনে ফেলে
বৃক্ষ-নদী-পাহাড়ের সাথে সখ্যতা গ’ড়ে
আমি একটু অন্যভাবে হাসি
আমি একটু অন্যরকমভাবে বাঁচি।



ঢাকা
১০ সেপ্টেম্বর, ২০২৩

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৭

সোনাগাজী বলেছেন:




সেই অন্য রকমটা কি রকম?

১০ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৮

মিশু মিলন বলেছেন: কবিতার ব্যাখ্যা দেওয়া কবির অনুচিত। পাঠক নিজের মতো করে ভেবে নেবেন। একই কবিতার অর্থ একেক পাঠকের একেকরকমও হতে পারে।

২| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:০৬

নীলসাধু বলেছেন: হয়তো দলে থাকবে নয়তো দলছুট এই দুইয়ের মধ্যেই এক জীবন!

শুভেচ্ছা মিশু মিলন।
আশা করি কুশলে আছেন।

১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:২৬

মিশু মিলন বলেছেন: অনেক ধন্যবাদ নীলদা। ভালো থাকবেন।

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৩৫

সোনাগাজী বলেছেন:


লেখক বলেছেন: কবিতার ব্যাখ্যা দেওয়া কবির অনুচিত। পাঠক নিজের মতো করে ভেবে নেবেন। একই কবিতার অর্থ একেক পাঠকের একেকরকমও হতে পারে।


-সেজন্যই বাংলার পরীক্ষায় কবিতার ২ লাইন দিয়ে ব্যাখা করতে বলা হয়?

১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৫৪

মিশু মিলন বলেছেন: সম্ভবত এই ধরনের উদ্ভট মন্তব্য করার জন্যই আপনি কমেন্ট ব্লকে ছিলেন। উপশমের অযোগ্য কী এক অসুখ আপনার, মানুষের বিরক্তিও বোঝেন না!

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:০৬

সোনাগাজী বলেছেন:




লেখক বলেছেন: সম্ভবত এই ধরনের উদ্ভট মন্তব্য করার জন্যই আপনি কমেন্ট ব্লকে ছিলেন।

-আপনার অনুমান সঠিক!

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৩৫

রাজীব নুর বলেছেন: যেহেতু আপনি কবিতা লিখেছেন। পাঠক পড়বে।
এবং সে তার ইচ্ছা মতো মন্তব্য করবে। সেই মন্তব্য কি আপনি অবহেলা করতে পারেন?

কবিতা সুন্দর হয়েছে।

১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:২০

মিশু মিলন বলেছেন: অনেক ধন্যবাদ। পাঠকের মন্তব্য আমি কখনোই অবহেলা করি না। কেউ আমার লেখা নিয়ে সমালোচনা করলেও আমি তা গ্রহণ করি। কিন্তু উনি লেখার সমালোচনা নয়, বরাবরই আমার পোস্টে প্ররোচনামুলক মন্তব্য করে থাকেন। বাধ্য হয়ে একবার আমি উনাকে আমার পোস্টে মন্তব্য করতে নিষেধও করেছিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.