|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 মিশু মিলন
মিশু মিলন
	আমি বর্তমানে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগে লিখি। আমার সকল লেখা আমি এই দুটি ব্লগেই সংরক্ষণ করে রাখতে চাই। এই দুটি ব্লগের বাইরে অনলাইন পোর্টাল, লিটল ম্যাগাজিন এবং অন্য দু-একটি ব্লগে কিছু লেখা প্রকাশিত হলেও পরবর্তীতে কিছু কিছু লেখা আমি আবার সম্পাদনা করেছি। ফলে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগের লেখাই আমার চূড়ান্ত সম্পাদিত লেখা। এই দুটি ব্লগের বাইরে অন্যসব লেখা আমি প্রত্যাহার করছি। মিশু মিলন ঢাকা। ৯ এপ্রিল, ২০১৯।
নির্বোধ পাঠকের রুচির যোগান দিতে 
দু-একটি ব্যতিক্রম ব্যতিত শিল্পগুণহীন দেড়-দুইশো বই লিখলেই 
পত্রিকার পাতায় তার নামের আগে লেখা হয়- ‘কিংবদন্তী লেখক’। 
হায়, এই আশ্চর্য কিংবদন্তীর দেশে 
আমি কেন শব্দে শব্দে জীবন, জনপদ ও স্বপ্নের ছবি আঁকার জন্য জন্মেছি! 
আব্দুলের বাপ কিংবা বিগতযৌবন নন্দদুলালকে বিনোদন দিতে
দুই-তিনশো সিনেমায় ধর্ষকের ভূমিকায় অভিনয় করলেই
মৃত্যুবার্ষিকীতে লোকে তাকে স্মরণ ক’রে ল্যাখে- ‘কিংবদন্তী অভিনেতা’।
হায়, এই আশ্চর্য কিংবদন্তীর দেশে  
আমি কেন কিংবদন্তী খুঁজতে জনপদ থেকে জনপদে ছুঁটছি! 
 
গণহত্যাকারীর দোসর ও ধর্ষণকারী পরবর্তী জীবনে পীর 
কিংবা আলেম হ’য়ে জনমনে অপবিজ্ঞান ও সাম্প্রদায়িকতা ছড়ালেও 
লোকে তার নামের আগে শ্রদ্ধাভরে যুক্ত করে- ‘কিংবদন্তী’।  
হায়, এই আশ্চর্য কিংবদন্তীর দেশে 
আমি কেন বাউল, মৃৎশিল্পী, পটচিত্রকর, পালাকারদের মধ্যে কিংবদন্তী খুঁজছি!   
বখতিয়ার খিলজী, হাজী শরীয়তুল্লাহ, শেখ জালালুদ্দিন তাবরিজির মতো
সভ্যতা ও সংস্কৃতি বিধ্বংসী হিংস্র কূপমণ্ডুকেরা
এই দেশে কিংবদন্তীর আসনে উপবিষ্ট। 
হায়, এই আশ্চর্য কিংবদন্তীর দেশে 
আমি কেন সভ্যতার নির্মাণশিল্পী কাহ্নপাদ, চণ্ডীদাস, রামমোহন, বিদ্যাসাগরকে কিংবদন্তী মেনেছি! 
কোনো ভাঁড়ের ফেইজবুক পেইজে পঞ্চাশ লাখ ফলোয়ার কিংবা
ইউটিউবে দশ লাখ সাবস্ক্রাইবার থাকলেই
মগজহীন টেলিভিশন সাংবাদিকের মাইক্রোফোন এগিয়ে যায় তার মুখে কাছে 
আগামী দিনে লোকে হয়ত এদের নামের পূর্বেও কিংবদন্তী শব্দটি যুক্ত করবে।
হায়, এই আশ্চর্য কিংবদন্তীর দেশে
আমি কেন বুকের মধ্যে নদী, পাহাড়, আকাশ নিয়ে বিবাগী পরিব্রাজক হ’য়ে জন্মেছি! 
ঢাকা।
৩০ জানুয়ারি, ২০২৪ 
 ১২ টি
    	১২ টি    	 +২/-০
    	+২/-০  ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪  রাত ৮:০৮
০২ রা ফেব্রুয়ারি, ২০২৪  রাত ৮:০৮
মিশু মিলন বলেছেন: লেখক-কবিরা কোথায় কি লিখবে, কেন লিখবে, তার জবাবদিহিতাও অন্যকে দিতে হবে!! এজন্যই এসব কবিতায় লিখতে হয়।
২|  ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪  রাত ৮:৫৪
০২ রা ফেব্রুয়ারি, ২০২৪  রাত ৮:৫৪
সোনাগাজী বলেছেন: 
মানুষও বই পড়াই ছেড়ে দিয়েছেন; কোয়ালিটি  না'থাকলে মানুষ পড়বেন কেন!
  ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪  রাত ১২:৪৪
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪  রাত ১২:৪৪
মিশু মিলন বলেছেন: মানসম্পন্ন বই অবশ্যই আছে। প্রতি বইমেলায় কয়েক হাজার বই প্রকাশিত হয়, এর মধ্যে অবশ্যই কয়েকশো মানসম্পন্ন বই থাকে। পাঠকের ভালো বই পড়ার ক্ষুধা থাকতে হয়, ভালো বই খুঁজে বের করার তাগিদ থাকতে হয়।
৩|  ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪  রাত ১১:২০
০২ রা ফেব্রুয়ারি, ২০২৪  রাত ১১:২০
নয়ন বড়ুয়া বলেছেন: একটু সেলিব্রেট হলেই তাদের সার্গেদরা কিংবদন্তি কিংবা অমুক-তমুকের সাথে তুলনা করে বসে। যার কারণে না চাইতেই সেলিব্রেটির তকমা পেয়ে যাওয়ায়, নিজেকেও অমুক-তমুক ভাবতে থাকে। লেখাটা কেন জানি গদ্যের মত পাঠ করলাম।
  ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪  রাত ১২:৪৬
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪  রাত ১২:৪৬
মিশু মিলন বলেছেন: সাগরেদ আর গণমাধ্যমের কারণে ভালো বই আড়ালেই থেকে যায়, মানহীন বই সামনে চলে আসে।
৪|  ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪  রাত ৩:১০
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪  রাত ৩:১০
মোঃ রোকনুজ্জামান খান বলেছেন: খুব সুন্দর হয়েছে।
  ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪  ভোর ৪:১৪
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪  ভোর ৪:১৪
মিশু মিলন বলেছেন: ধন্যবাদ।
৫|  ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪  সকাল ১১:০৫
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪  সকাল ১১:০৫
মিরোরডডল  বলেছেন: 
হায়, এই আশ্চর্য কিংবদন্তীর দেশে
আমি কেন বুকের মধ্যে নদী, পাহাড়, আকাশ নিয়ে বিবাগী পরিব্রাজক হ’য়ে জন্মেছি!
ওয়েল সেইড!
থ্যাংকস মিশু।
  ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪  সন্ধ্যা  ৭:২৬
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪  সন্ধ্যা  ৭:২৬
মিশু মিলন বলেছেন: অনেক ধন্যবাদ।
৬|  ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪  বিকাল ৫:৪৩
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪  বিকাল ৫:৪৩
রাজীব নুর বলেছেন: আমার একটা আফসোস আমি কবিতা লিখতে পারি না।
  ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪  সন্ধ্যা  ৭:২৭
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪  সন্ধ্যা  ৭:২৭
মিশু মিলন বলেছেন: লিখতে শুরু করুন। চর্চা করতে করতে হয়ে যাবে।
©somewhere in net ltd.
১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪  সন্ধ্যা  ৭:৪৮
০২ রা ফেব্রুয়ারি, ২০২৪  সন্ধ্যা  ৭:৪৮
সোনাগাজী বলেছেন:
এসবও কি পদ্যে লিখতে হবে?